“মোদিজি সারাক্ষণ দুর্নীতি বলে চিৎকার করেন। অথচ সারাদেশে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে দুর্নীতি-সন্ত্রাস-গুজরাট মডেলই আসল চিত্র। আমরা বাংলায় মানুষকে প্রকৃত সামাজিক নিরাপত্তা দিতে কাজ করি, আর ওরা মানুষের অধিকার কেড়ে নেয়।” সংবিধান সংশোধনী বিল বা এসআইআর বিতর্কের আবহে আবারো মোদি সরকারকে দুর্নীতি ও সাংবিধানিক অধিকার ইস্যুতে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বৃহস্পতিবার কলকাতার মেয়ো রোডে মমতার দল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে তৃণমূলনেত্রী বিজেপি নেতা অমিত শাহকে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ শানান। 

মমতা বলেন, “আপনারা পরিবারতন্ত্র করেন না ! আপনার ছেলে তো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট ৷ রাজনীতি থেকে আয় নেই, আর ক্রিকেটের বিশ্ব সংস্থা থেকে হাজার হাজার কোটি কোটি আয় ৷ রাজনীতির সঙ্গে কোনো যোগ নেই, তবুও রাজনীতির সর্বত্র আপনার পরিবারের ছড়াছড়ি। ললিপপ দিয়ে মানুষকে ভুলিয়ে রাখছেন। আমরা কিন্তু অধিকার দিই, ললিপপ নয়।”

তিনি বলেন, “আমাদের কাছেও ফান্ডা আছে। যেমন আমাদের কাছে লক্ষীর ভান্ডার আছে, তেমনই দুর্নীতির ভান্ডারের ফাইলও আছে। দরকার হলে সব ফাঁস করে দেব।”

তৃণমূল নেত্রীর অভিযোগ এসআইআরের নামে বিজেপি সরকার এনআরসি করতে চাইছে। 

তিনি বলেন, “এনআরসি করে ভোটারের নাম কাটার চেষ্টা হচ্ছে। আমার জীবন থাকতে একজনেরও ভোটাধিকার কাড়তে দেব না।”

এসময় ছাত্রদের সতর্ক করে তৃণমূল নেত্রী বলেন, “আমি সবাইকে বলছি — নিজের ভোটার লিস্ট দেখে নেবেন। আধার কার্ডটা করে রাখবেন, কারণ ওরা অন্যের ডিটেলস নিয়ে গিয়ে ভোট কেটে দিতে পারে।”

ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তার প্রসঙ্গও এদিন তোলেন মমতা। 

তিনি বলেন, “আপনারা মানুষের অধিকার কেড়ে নেন। বাংলাদেশি আখ্যা দিয়ে গরীব মানুষগুলোর উপর অত্যাচার করেন। গরীব মানুষ আমার হৃদয়, তাদের ভালোবাসি। আমি জাত-পাত মানি না।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আপন র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ