চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমুল এলাকায় অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী।

শনিবার (৩০ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র তৈরির এই কারখানার সন্ধান পায়। অভিযানে অস্ত্র কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ চার জনকে আটক করা হয়েছে।

আইএসপিআর জানায়, সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের ছিন্নমুল এলাকায় অস্ত্র খারখানার সন্ধান পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানা হতে চার জন হাতেনাতে আটক করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র।

এছাড়া কারখানা থেকে ৬টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড কার্তুজ, চাইনিজ কুড়াল ১টি, ছুরি ২০টি, চার্জারসহ ২টি ওয়াকিটকি, মেগাফোন ১টি, প্যারাসু্ট ফ্লেয়ার ৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত চারজনকে নিকটস্থ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ঢাকা/রেজাউল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ