দেব, শুভশ্রীর সিনেমায় শাকিবের ক্যামিও চান প্রিন্স মাহমুদ
Published: 2nd, September 2025 GMT
টলিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী অভিনীতি ধূমকেতু সিনেমা নিয়ে আলোচনা চলছে। এই সিনেমার প্রচারণা করার সময় দেব-শুভশ্রী কাছাকাছি আসেন, দর্শক, পরিচালক এবং প্রযোজকরা আশা করছিলেন তাদের আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে। কিন্তু সম্প্রতি দেব আর শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। এই সময়ে দেব-শুভশ্রীকে আবারও একই ফ্রেমে দেখতে চান বাংলাদেশের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। শুধু তাই না- দেব, শুভশ্রীর সিনেমায় ক্যামিও চরিত্রে শাকিবকে চান তিনি।
প্রিন্স মাহমুদ ২ সেপ্টম্বরে ফেসবুকে লিখেছেন, ‘‘আমারতো দেব আর শুভশ্রীকে ভালো লাগলো। শুভশ্রীকে একটু বেশিই। গতকাল ‘পরিণীতা’ আর ‘দুই পৃথিবী টু’ দেখলাম। আমার তো মনে হয় রাজ চক্রবর্তীর এখন একটা দুই পৃথিবী টু বানানো উচিৎ। জিৎ দেব আর শুভশ্রীকে নিয়ে। ক্যামিও চরিত্রে শাকিব খান থাকুক। বেশি আতলামি ছবি না। সুন্দর সুন্দর গান থাকুক। ধূমকেতু টু ও হোক, এরা এসব মান অভিমান ইগো করতে গিয়ে বয়স সময় দুই’ই চলে যাচ্ছে। এরা বুঝতে পারছে না। বয়স হলে বলবে হায় কী বোকামি করেছি। যদি আবার সে সময়ে ফিরে যেতে পারতাম।’’
আরো পড়ুন:
অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ শাহ
ওই চেয়ার নির্লজ্জদের জন্যই: আসিফ আকবর
প্রিন্স মাহমুদ আরও লিখেছেন, ‘‘আচ্ছা বলুন তো কিংবদন্তি সুচিত্রা সেন যদি সত্যজিৎ রায়ের সাথে ‘দেবী চৌধুরানী’ ছবিটা করতেন আমরা কী একটা ‘নায়ক’ ছবির মত একটা ছবি পেতাম না? কী হারিয়েছি অনুধাবন করতে পারছেন কেউ?’’
প্রিন্স মাহমুদের পোস্টের কমেন্ট বক্সে খন্দকার সাকিব নামের একজন লিখেছেন, ‘‘আপনিও তো এখনো দু’চোখে বন্যা -২ নিয়ে কাজ করতে পারেন!খালিদ, আইয়ুব বাচ্চু,সাফিন তো আমাদের ছেড়ে চলেই গেছেন, অন্তত জেমস্, হাসান, নকিব খানরা বেঁচে থাকতে একটা মিক্সড এলব্যাব করতে পারেন। বর্তমান জেনারেশন দেখুক তারা কি মিস করেছে।’’
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।
আরো পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত