দেব, শুভশ্রীর সিনেমায় শাকিবের ক্যামিও চান প্রিন্স মাহমুদ
Published: 2nd, September 2025 GMT
টলিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী অভিনীতি ধূমকেতু সিনেমা নিয়ে আলোচনা চলছে। এই সিনেমার প্রচারণা করার সময় দেব-শুভশ্রী কাছাকাছি আসেন, দর্শক, পরিচালক এবং প্রযোজকরা আশা করছিলেন তাদের আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে। কিন্তু সম্প্রতি দেব আর শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। এই সময়ে দেব-শুভশ্রীকে আবারও একই ফ্রেমে দেখতে চান বাংলাদেশের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। শুধু তাই না- দেব, শুভশ্রীর সিনেমায় ক্যামিও চরিত্রে শাকিবকে চান তিনি।
প্রিন্স মাহমুদ ২ সেপ্টম্বরে ফেসবুকে লিখেছেন, ‘‘আমারতো দেব আর শুভশ্রীকে ভালো লাগলো। শুভশ্রীকে একটু বেশিই। গতকাল ‘পরিণীতা’ আর ‘দুই পৃথিবী টু’ দেখলাম। আমার তো মনে হয় রাজ চক্রবর্তীর এখন একটা দুই পৃথিবী টু বানানো উচিৎ। জিৎ দেব আর শুভশ্রীকে নিয়ে। ক্যামিও চরিত্রে শাকিব খান থাকুক। বেশি আতলামি ছবি না। সুন্দর সুন্দর গান থাকুক। ধূমকেতু টু ও হোক, এরা এসব মান অভিমান ইগো করতে গিয়ে বয়স সময় দুই’ই চলে যাচ্ছে। এরা বুঝতে পারছে না। বয়স হলে বলবে হায় কী বোকামি করেছি। যদি আবার সে সময়ে ফিরে যেতে পারতাম।’’
আরো পড়ুন:
অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ শাহ
ওই চেয়ার নির্লজ্জদের জন্যই: আসিফ আকবর
প্রিন্স মাহমুদ আরও লিখেছেন, ‘‘আচ্ছা বলুন তো কিংবদন্তি সুচিত্রা সেন যদি সত্যজিৎ রায়ের সাথে ‘দেবী চৌধুরানী’ ছবিটা করতেন আমরা কী একটা ‘নায়ক’ ছবির মত একটা ছবি পেতাম না? কী হারিয়েছি অনুধাবন করতে পারছেন কেউ?’’
প্রিন্স মাহমুদের পোস্টের কমেন্ট বক্সে খন্দকার সাকিব নামের একজন লিখেছেন, ‘‘আপনিও তো এখনো দু’চোখে বন্যা -২ নিয়ে কাজ করতে পারেন!খালিদ, আইয়ুব বাচ্চু,সাফিন তো আমাদের ছেড়ে চলেই গেছেন, অন্তত জেমস্, হাসান, নকিব খানরা বেঁচে থাকতে একটা মিক্সড এলব্যাব করতে পারেন। বর্তমান জেনারেশন দেখুক তারা কি মিস করেছে।’’
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।