ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকি: সত্যতা উদঘাটনে কমিটি গঠন
Published: 2nd, September 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় দুই সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ কমিটিতে রয়েছেন, আহ্বায়ক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক ও সদস্য জাহাঙ্গীর আলম।
আরো পড়ুন:
নীলফামারী ইপিজেডে শ্রমিক নিহতের বিচার চায় বিপ্লবী ছাত্র পরিষদ
সাড়ে ৫ ঘণ্টা পর রেল অবরোধ তুলে নিলেন বাকৃবি শিক্ষার্থীরা
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এসএম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটকারী শিক্ষার্থী বি এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হোসেন।
এ ঘটনার সত্যতা উদঘাটন করার জন্য ডাকসুর আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের পক্ষ থেকে দুই সদস্যবিশিষ্ট তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হলো।
তথ্যানুসন্ধান কমিটিকে সুষ্ঠুভাবে তদন্ত করে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমাদানের জন্য অনুরোধও করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এর আগে একই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে