শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজয় ‘২৪ হল পরিণত হয়েছে বহিরাগতদের স্থায়ী বসবাসের অভয়াশ্রম। ক্যান্টিন, ডাইনিং, রিডিং রুমসহ সব স্থানেই বহিরাগতদের অবাধ বিচরণে বিব্রত হলের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, হলের আবাসিক নিয়ম অমান্য করে অনেকে মাসের পর মাস তাদের স্কুল-কলেজ পড়ুয়া আত্মীয়দের রাখছেন। এতে শুধু ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে না, বরং নতুন ব্যাচের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে আবারো গণরুম চালুর পথ প্রশস্ত হতে পারে।

আরো পড়ুন:

শেকৃবিতে ভেটেরিনারি অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনের লক্ষে ২০১৯ সালে নতুন দুই হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন উপাচার্য কামালউদ্দিন আহমেদ। পরবর্তীতে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ২১তম ও ২২তম ব্যাচের শিক্ষার্থীদের আবাসিকতা দেওয়ার মাধ্যমে শুরু হয় বিজয় ‘২৪ হলের যাত্রা। দীর্ঘদিন গণরুম সংস্কৃতি থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়টি শতভাগ আবাসিক হওয়ার গৌরব অর্জন করে। তবে নতুন এই হলটি এখন হয়ে উঠেছে বহিরাগতদের আখড়া। হলে স্কুল পড়ুয়া ছাত্র থেকে শুরু করে কর্পোরেট অফিসার সবার জন্যই এটি একটি ‘সেফ হোম’। 

আবাসিক শিক্ষার্থী মো.

আব্দুর রহমান বলেন, “হলে অনেকে তাদের স্কুল-কলেজ পড়ুয়া আত্মীয়স্বজনদের এনে মাসের পর মাস রাখছেন। মাঝে মাঝে তাদের সিনিয়র ভেবে সালাম দিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।”

তিনি বলেন, “বহিরাগতদের জন্য বঞ্চিত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যান্টিন ডাইনিং থেকে শুরু করে রিডিং রুম সব জায়গায় বহিরাগতদের দৌরাত্ম। তাছাড়া কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের নবীন ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের আগমন হবে। এমতাবস্থায় আবারো গণরুমে চালু হতে পারে।

বিজয় ‘২৪ হলের আবাসিক শিক্ষার্থী রকিবুল ইসলাম মিদুল বলেন, “হলে অতিথি রাখার নিয়ম নেই। মানবতার খাতিরে কেউ যদি রাখেন, সেটা ৫-১০ দিন এর বেশি হওয়া উচিত নয়। কিন্তু অনেকেই আছেন, নিজের ভাই বা এলাকার ভাইকে এনে মাসের পর মাস রাখছে। কেউ কেউ স্কুল কলেজের ছাত্র। তারা হলে থেকে স্কুল, কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।”

হলের আবাসিক শিক্ষার্থী সাদেক বলেন, “বহিরাগতরা কেবল হলে থাকছেই না, তাদের দেখা যাচ্ছে রিডিং রুম আর ক্যান্টিন-ডাইনিংয়েও। শিক্ষার্থীদের জন্য নির্মিত হলে বহিরাগতদের এমন অবাধ প্রবেশ ও অবস্থান আমাদের জন্য বড় বঞ্ছনা ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। নবীন ২৫ ব্যাচের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিয়েও আমি শঙ্কিত।”

আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, প্রথমে দুই একজন বহিরাগত মাঝে মাঝে হল ক্যান্টিনে খেতে আসলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বাড়তে থাকে। এ অবস্থায় ক্যান্টিন কর্তৃপক্ষ নিয়ম করে যে, বহিরাগতদের দুপুর ২টার পর থেকে খাবার সরবরাহ করা হবে। বাস্তবে সেই নিয়মের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।”

সরেজমিনে গিয়ে দেখা যায়, একজন বহিরাগত ডাইনিংয়ে খাচ্ছে। তার সঙ্গে কথা বলে জানা যায়, সে জানুয়ারি মাস থেকে হলে মাঝে মাঝে থাকে, তার ফার্মগেটে বাসা আছে এবং সে একজন ছাত্র।

হলের ২৩তম ব্যাচের আবাসিক শিক্ষার্থী মো. আব্দুর রহমান বলেন, “দুপুর ১টায় ক্যান্টিনে গিয়ে দেখি পুরো বসার জায়গা বহিরাগত দিয়ে ভরা। আমরা নিজেরাই বসার জায়গা পাচ্ছি না। ১টা ৩০ মিনিট বাজতেই মুরগি শেষ হয়ে গেছে।”

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এভাবে চলতে থাকলে এটাকে ক্যান্টিন না বলে হোটেল ঘোষণা করে দিলেই ভালো হয়।”

বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ড. মো. জাহিদুর রহমান বলেন, “আমরা বেশ কয়েকবার হলে গিয়ে বহিরাগতদের বের করে দিয়েছি। কিছুদিন আগে রিডিং রুম থেকে একজনকে, তার আগের সপ্তাহে ক্যান্টিন থেকে ৭–৮ জনকে বের করা হয়েছে।”

তিনি বলেন, “আমরা আগেই শিক্ষার্থীদের জানিয়েছি, যেন কেউ গেস্ট না রাখে। এ বিষয়ে নোটিশও দিয়েছি। বৃহস্পতিবারের মধ্যে গেস্ট বের না করলে শিক্ষার্থীদের নিয়ে রুমে-রুমে অভিযান চালানো হবে। তবে আমার ছাত্ররা আমাকে পর্যাপ্ত সহযোগিতা করছে না। অনেক সময় সঠিক তথ্য না দেওয়ায় সমস্যার সমাধান বিলম্বিত হচ্ছে।”

নবীন ২৫ ব্যাচের আবাসন বিষয়ে প্রাধ্যক্ষ বলেন, “বিজয় ২৪ হলে ৫৫–৫৮ জন শিক্ষার্থীর সিট বরাদ্দ হয়েছে। আমরা লটারির মাধ্যমে তাদের রুম নম্বর নির্ধারণ করেছি। অরিয়েন্টেশনের দিন শিক্ষার্থীদের মুঠোফোনে রুম নম্বর জানিয়ে দেওয়া হবে।”

ঢাকা/মামুন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

সংগীতশিল্পী দীপ মারা গেছেন

র‍াস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। 

আরো পড়ুন:

৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।” 

দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।” 

তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” 

পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ভোররাতে রণক্ষেত্র: নরসিংদীতে নিহত ১, গুলিবিদ্ধ ৫
  • গাজায় ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার: জাতিসংঘ
  • গ্রাহকের কাছে পেয়ারা খেতে চায় জনতা ব্যাংকের কর্মকর্তা
  • গল্পটা এই ক্লাসরুম থেকেই শুরু: ইরফান সাজ্জাদ
  • রাশিয়ায় এক বাঙালি বিপ্লবীর খোঁজে
  • আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা
  • দুবাইয়ে বিকৃত যৌন ব্যবসা চক্রের প্রধানকে চিহ্নিত করল বিবিসির এক অনুসন্ধান
  • মহানবী (সা.)–এর ইন্তেকালের পরে শাসন নিয়ে যা ঘটেছে
  • কুবিতে নতুন ১৮ বিভাগ ও ৪ ইনস্টিটিউট চালুর সুপারিশ
  • সংগীতশিল্পী দীপ মারা গেছেন