কুষ্টিয়ার খোকসায় বিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা চালু রেখেই ভেতরের মাঠে প্যান্ডেল করে ভূরিভোজের আয়োজনের অভিযোগ উঠেছে রিপন হোসেন নামে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্ব) উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে অতিথি হিসেবে যোগ দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আরো পড়ুন:

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর রায়

প্রশাসনে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার প্রেতাত্মারা সরব: রিজভী

উপজেলার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রিপন হোসেন তাদের দলের কেউ না। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের কোনো এখতিয়ার তার নেই।

রিপন হোসেন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুসারী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

এলাকাবাসী জানান, বিএনপি কর্মীদের আপ্যায়নের জন্য বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বিদ্যালয়ের ভেতরে দুইটি গরু জবাই করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রায় ৫০টি পাত্রে সাত মণ মাংস ও আট মণ চালের বিরিয়ানি রান্না করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান বলেন, ‘বিরিয়ানির গন্ধে ছাত্রদের ক্লাসে আটকে রাখা যাচ্ছিল না। ওরা বারবার ছুটে যাচ্ছিল বাবুর্চির কাছে। তাদের কয়েক দফায় ক্লাসে নেওয়ার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি।”

স্কুলের একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, স্কুলে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর প্রথম সাময়িকী পরীক্ষা চলছিল। খাবার রান্না করার স্থানের পাশেই ছিল শিশুদের শ্রেণিকক্ষ। সেখানে ক্লাস নেওয়া ও শিশুদের ধরে রাখতে কষ্ট হচ্ছিল। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক জানান, যখন যে দল ক্ষমতায় আসে তারাই ইচ্ছেমতো বিদ্যালয়ের মাঠে দলীয় প্রোগ্রাম করেন। বিদ্যালয়ের আঙিনা হরহামেশা রাজনৈতিক দলের কাজে ব্যবহার হচ্ছে। 

খোকসা উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিপন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। রিপন নিজেই বিএনপির কেউ না। অনুষ্ঠান আয়োজনের কোনো এখতিয়ার তার নেই।”

এ বিষয়ে আয়োজক রিপন হোসেন জানান, তার অভিজ্ঞতা কম। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার জন্য তার দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করার নেই।

খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন জানান, আয়োজকরা তাকে ভুল বুঝিয়ে অনুমতি নিয়েছেন। ভুরিভোজের বিষয়ে প্রধান শিক্ষক তাকে কিছুই জানাননি।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ অভ য গ ব এনপ র প অন ষ ঠ ন উপলক ষ উপজ ল

এছাড়াও পড়ুন:

ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। এসব প্রতিষ্ঠানের একেকটি ২০ থেকে ৫০ টন পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবে। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।

দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ৮ সেপ্টেম্বর মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে। গত বছর দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরে সেটি কমিয়ে ২ হাজার ৪২০ টন করা হয়। সেই তুলনায় এবার অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

চলতি বছর অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ৫ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি করতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। অনুমোদনপত্রে বলা হয়েছে, শুল্ক কর্তৃপক্ষ রপ্তানি পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে। অনুমোদিত পরিমাণের বেশি রপ্তানি করা যাবে না। অনুমতিপত্র হস্তান্তরযোগ্য নয়। সরকার প্রয়োজনে যেকোনো সময় এই রপ্তানির অনুমতি বাতিল করতে পারবে।

ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো খুলনার আরিফ সি ফুডস, বিশ্বাস এন্টারপ্রাইজ, লোকজ ফ্যাশান ও মাশফি অ্যান্ড ব্রাদার্স, চট্টগ্রামের জেএস এন্টারপ্রাইস ও আনরাজ ফিশ প্রোডাক্টস, যশোরের লাকী এন্টারপ্রাইজ, এমইউ সি ফুডস, লাকী ট্রেডিং, রহমান ইমপেক্স ফিস এক্সপোর্ট, মোহাতাব অ্যান্ড সন্স, জনতা ফিস, বিশ্বাস ট্রেডার্স ও কেবি এন্টারপ্রাইজ, ঢাকার ভিজিল্যান্ড এক্সপ্রেস, স্বর্ণালী এন্টারপ্রাইজ, মাজেস্টিক এন্টারপ্রাইজ ও বিডিএস করপোরেশন, বরিশালের মাহিমা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ, এ আর এন্টারপ্রাইজ ও তানিসা এন্টারপ্রাইজ, পাবনার নোমান এন্টারপ্রাইজ, রুপালী ট্রেডিং করপোরেশন, সেভেন স্টার ফিস প্রসেসিং কোং, ন্যাশনাল অ্যাগ্রো ফিশারিজ, আরফি ট্রেডিং করপোরেশন, জারিফ ট্রেডিং করপোরেশন, জারিন এন্টারপ্রাইজ, ফারিয়া ইন্টারন্যাশনাল ও সততা ফিস, ভোলার রাফিদ এন্টারপ্রাইজ, সাতক্ষীরার মা এন্টারপ্রাইজ ও সুমন ট্রেডার্স।

সম্পর্কিত নিবন্ধ

  • কলকাতায় পোড়ানো হলো ড. ইউনূসের কুশপুতুল 
  • ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
  • বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে
  • সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান