Risingbd:
2025-11-03@14:05:39 GMT

খুবিতে চাকরি মেলা শুরু

Published: 6th, September 2025 GMT

খুবিতে চাকরি মেলা শুরু

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ মেলার আয়োজিন করা হয়।

আরো পড়ুন:

কুবির সাবেক রেজিস্ট্রারকে চাকরি থেকে বরখাস্ত

বরাদ্দের ১০ দিনের মধ্যে সরকারি চাকরিজীবীদের বাসা ‘দখলে’ নিতে হবে

প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড.

মো. রেজাউল করিম এ মেলার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও কারিকুলাম উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হলে তারা পড়াশোনা, গবেষণা ও কর্মক্ষেত্র—সব জায়গায় সফলতা অর্জন করতে পারবে।

তিনি আশা প্রকাশ করে আরো বলেন, “ভবিষ্যতেও অ্যালামনাইদের উদ্যোগে আয়োজিত চাকরি মেলা শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে।”

এতে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূরুন্নবী এবং ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন কুআ জব ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আহসান হাবীব।

চাকরি মেলাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা জানান, এই আয়োজন কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিয়েছে।

স্টল ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা সিভি জমা দেওয়ার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ও ক্যারিয়ার সচেতনতা সেশনে অংশ নিচ্ছেন।

এ মেলায় জাতিসংঘের ইউএন ভলেন্টিয়ার্স, ম্যারিকো, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নিউজিল্যান্ড ডেইরি, জিপিএইচ ইস্পাত, সুপার স্টার গ্রুপ, ব্র্যাক ব্যাংক, এসিআই, প্রাণ, আকিজ গ্রুপসহ ৩০টিরও বেশি বহুজাতিক ও স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত বেশ কিছু কোম্পানিও এখানে অংশগ্রহণ করে।

দুই দিনব্যাপী এ মেলার স্টল বসানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে, আর ক্যারিয়ারবিষয়ক সেশনগুলো অনুষ্ঠিত হচ্ছে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে।

কুআ জানিয়েছে, প্রায় সব ডিসিপ্লিনের শিক্ষার্থীরাই তাদের বিষয়ভিত্তিক কোম্পানির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। কেউ সরাসরি নিয়োগ পাচ্ছেন, আবার কেউ সিভি জমা দিয়ে পরবর্তী ধাপে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ঢাকা/হাসিব/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ