Risingbd:
2025-09-18@09:01:47 GMT

খুবিতে চাকরি মেলা শুরু

Published: 6th, September 2025 GMT

খুবিতে চাকরি মেলা শুরু

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ মেলার আয়োজিন করা হয়।

আরো পড়ুন:

কুবির সাবেক রেজিস্ট্রারকে চাকরি থেকে বরখাস্ত

বরাদ্দের ১০ দিনের মধ্যে সরকারি চাকরিজীবীদের বাসা ‘দখলে’ নিতে হবে

প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড.

মো. রেজাউল করিম এ মেলার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও কারিকুলাম উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হলে তারা পড়াশোনা, গবেষণা ও কর্মক্ষেত্র—সব জায়গায় সফলতা অর্জন করতে পারবে।

তিনি আশা প্রকাশ করে আরো বলেন, “ভবিষ্যতেও অ্যালামনাইদের উদ্যোগে আয়োজিত চাকরি মেলা শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে।”

এতে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূরুন্নবী এবং ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন কুআ জব ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আহসান হাবীব।

চাকরি মেলাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা জানান, এই আয়োজন কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিয়েছে।

স্টল ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা সিভি জমা দেওয়ার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ও ক্যারিয়ার সচেতনতা সেশনে অংশ নিচ্ছেন।

এ মেলায় জাতিসংঘের ইউএন ভলেন্টিয়ার্স, ম্যারিকো, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নিউজিল্যান্ড ডেইরি, জিপিএইচ ইস্পাত, সুপার স্টার গ্রুপ, ব্র্যাক ব্যাংক, এসিআই, প্রাণ, আকিজ গ্রুপসহ ৩০টিরও বেশি বহুজাতিক ও স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত বেশ কিছু কোম্পানিও এখানে অংশগ্রহণ করে।

দুই দিনব্যাপী এ মেলার স্টল বসানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে, আর ক্যারিয়ারবিষয়ক সেশনগুলো অনুষ্ঠিত হচ্ছে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে।

কুআ জানিয়েছে, প্রায় সব ডিসিপ্লিনের শিক্ষার্থীরাই তাদের বিষয়ভিত্তিক কোম্পানির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। কেউ সরাসরি নিয়োগ পাচ্ছেন, আবার কেউ সিভি জমা দিয়ে পরবর্তী ধাপে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ঢাকা/হাসিব/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ