রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগ‌লার দরবারে হামলায় নিহতের ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে চার হাজার জনকে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা মামলাটি করেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব।

আরো পড়ুন:

গরু ধান খাওয়ার জেরে হামলায় গৃহবধূ নিহত

নুরের শর্ট টাইম মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালক

গ্রেপ্তারকৃতরা হলেন- লতিফ ও আসলাম শেখ।

নিহত রাসেল মোল্লা (২৮) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের আজাদ মোল্লার ছেলে। তিনি নুরাল পাগলার ভক্ত ছিলেন।

পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে জুম্মার নামাজের শহীদ ম‌হিউদ্দিন আনসার ক্লাবে জ‌ড়ো হয়ে বি‌ক্ষোভ ক‌রেন তৌহিদী জনতা। এক পর্যায়ে বিক্ষোভ থেকে নুরাল পাগলার দরবারে হামলা চালানো হয়। এ সময় রাসেল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, প‌রে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, “সেদিন পু‌লি‌শের ওপরও হামলা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় এখন পর্যন্ত ১৬ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।”

ঢাকা/রবিউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত ন হত র

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ