ডাকসু নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজির রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে’
Published: 11th, September 2025 GMT
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়োপযোগী সিদ্ধান্তের কারণে আগামীতে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি বলেন, “তারা ডাকসু নির্বাচনে দেখিয়ে দিয়েছেন, পেশীশক্তির ব্যবহার করে বেশি দূর যাওয়া সম্ভব নয়। এই নির্বাচনের মাধ্যমে দুর্বৃত্তায়নে ও চাঁদাবাজির রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে।”
বুধবার (১০ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ইমতিয়াজ আলম বলেন, “যেনতেনভাবে নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার সুযোগ ছাত্র-জনতা আর দেবে না। রাজনৈতিক দলগুলোকে সুবিধাবাদী অবস্থা থেকে ফিরে আসতে হবে। তা না হলে কিন্তু ঢাবি ছাত্ররা ভিন্ন উদাহরণ দেখিয়েছে, জনগণ বিকল্প খুঁজছে। নিজেদের শোধরাতে না পারলে ভবিষ্যত অন্ধকার হবে, এটা বুঝার শক্তি অর্জন করা উচিত।”
তিনি আরো বলেন, “সব রাজনৈতিক দলের দায়িত্ব সৎ, অংশগ্রহণমূলক ও সংস্কারমুখী রাজনীতি গড়ে তোলা। তাহলেই আগামী দিনের জন্য একটি ভালো নির্বাচন এবং একটি উন্নত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা সম্ভব হবে।”
ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন