ইউরোপে প্রতি তিনটি পোশাকের একটি যায় বাংলাদেশ থেকে। শুধু ডেনিম ধরলেও চারটির একটি পোশাক বাংলাদেশের। আমেরিকাতেও প্রতি পাঁচটি ডেনিমের একটির উৎস বাংলাদেশ। অ্যাপারেল মার্কেটে চীনের পর বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ইউরোপ ও আমেরিকাতে বাংলাদেশের পোশাকের উপস্থিতি আরও বাড়ছে।

বিজিএমএর তথ্য- ২০২২ সালে বাংলাদেশ পোশাক খাতে রপ্তানি আয় করেছে ৪২.

৬১ বিলিয়ন ডলার। সস্তায় পোশাক পেয়ে ইউরোপীয়রা যেমন খুশি তেমনি বাংলাদেশ খুশি বর্ধিষ্ণু অর্থনীতি নিয়ে। কিন্তু পোশাক উৎপাদনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। বিশেষ করে পোশাক ধোয়া ও রঙের কাজে প্রচুর পানি লাগে। এক কেজি ডেনিমের জন্য ২৫০ লিটার পর্যন্ত পানি লাগে। এক কেজি কটন প্রক্রিয়াজাত করতে পানি লাগে ১৫০-২০০ লিটার। 

আরো পড়ুন:

নিজের প্রতি সদয় কেন হতে হবে?

লিপস্টিক ব্যবহারের সময় যে কৌশলগুলো অনুসরণ করতে পারেন

সেই হিসেবে টেক্সাইল শিল্পে বছরে ১৫০০ বিলিয়ন লিটার পানি ব্যবহার হয়ে থাকে। যা ঢাকায় দুই কোটি মানুষের ৫ থেকে ১০ মাসের ব্যবহৃত পানির সমান। 

ডয়চে ভেলের একটি গবেষণা প্রতিবেদন ‘‘যেসব এলাকায় প্রচুর ডাইং কারখানা রয়েছে সেখানে পানির স্তর নামছে উদ্বেগজনক হারে। যেমন-ঢাকার সাভার, গাজীপুর, রূপগঞ্জ এবং ভালুকায় ২০১১ সালের তুলনায় ২০২১ সালে পানির স্তর নেমেছে প্রায় দ্বিগুণ। ’’ 

ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ন র স তর র একট

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ