পোশাক উৎপাদনের ফলে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর
Published: 16th, September 2025 GMT
ইউরোপে প্রতি তিনটি পোশাকের একটি যায় বাংলাদেশ থেকে। শুধু ডেনিম ধরলেও চারটির একটি পোশাক বাংলাদেশের। আমেরিকাতেও প্রতি পাঁচটি ডেনিমের একটির উৎস বাংলাদেশ। অ্যাপারেল মার্কেটে চীনের পর বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ইউরোপ ও আমেরিকাতে বাংলাদেশের পোশাকের উপস্থিতি আরও বাড়ছে।
বিজিএমএর তথ্য- ২০২২ সালে বাংলাদেশ পোশাক খাতে রপ্তানি আয় করেছে ৪২.
আরো পড়ুন:
নিজের প্রতি সদয় কেন হতে হবে?
লিপস্টিক ব্যবহারের সময় যে কৌশলগুলো অনুসরণ করতে পারেন
সেই হিসেবে টেক্সাইল শিল্পে বছরে ১৫০০ বিলিয়ন লিটার পানি ব্যবহার হয়ে থাকে। যা ঢাকায় দুই কোটি মানুষের ৫ থেকে ১০ মাসের ব্যবহৃত পানির সমান।
ডয়চে ভেলের একটি গবেষণা প্রতিবেদন ‘‘যেসব এলাকায় প্রচুর ডাইং কারখানা রয়েছে সেখানে পানির স্তর নামছে উদ্বেগজনক হারে। যেমন-ঢাকার সাভার, গাজীপুর, রূপগঞ্জ এবং ভালুকায় ২০১১ সালের তুলনায় ২০২১ সালে পানির স্তর নেমেছে প্রায় দ্বিগুণ। ’’
ঢাকা/লিপি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ন র স তর র একট
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
বগুড়ার গাবতলী উপজেলার একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মশিপুর ইউনিয়নের ছোট ইতালি গ্রামে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আতাউর রহমান (৩৫) নামের একজন গুরুতর আহত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আতাউর কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।।
গতকালের ওই ঘটনার পরপরই ছোট ইতালি গ্রামের বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ডিবি সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা হাতবোমা। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে উদ্ধার হওয়া হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেন। পরে বাড়িটি সিলগালা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে আতাউর রহমানসহ কুমিল্লা থেকে আসা চার ব্যক্তি ছোট ইতালি গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে ওঠেন। মুক্তারের স্ত্রী নাছিমা আক্তার (৪৫) মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। গতকাল দুপুর ১২টার দিকে মুক্তারের বাড়ির ভেতরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হন। পরে বাড়ির ভেতর প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানকে উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়ার পর মুক্তার হোসেনের তিন সহযোগী দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত আতাউরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত হাতবোমা ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বাগবাড়ি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনার সঙ্গে আগামী নির্বাচনে নাশকতার পরিকল্পনার যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।