জীবন-প্রাণ-জ্ঞানকে তুচ্ছ করে পৃথিবীতে নেমে এসেছিল কোভিড-১৯। অদৃশ্য ভাইরাস ছুঁয়ে দিয়েছিল প্রত্যেক মানুষের শরীর-মন। জন্ম দিয়েছিল আতঙ্কের, পাশাপাশি নতুন এক বোধের। সেই বোধে মিশে ছিল অসহায়ত্ব, বেঁচে থাকার সংগ্রাম আর অনিশ্চয়তার ছায়া। মানুষ ঘরে বন্দী হয়ে বুঝেছিল, সামান্য একটু নিশ্বাস কতটা মূল্যবান। সেই কঠিন সময়কেই সিনেমার ফ্রেমে ধরে রেখেছেন নির্মাতা পিপলু আর খান। তৈরি করেছেন সিনেমা ‘জয়া আর শারমিন’, যেখানে একটি ঘরের ভেতর আবদ্ধ থেকে ফুটে উঠেছে দুই নারীর নিঃসঙ্গতা, মনস্তত্ত্ব ও সম্পর্কের ভঙ্গুরতা।
দুই নারীর আবদ্ধ গল্প
সিনেমার কাহিনি গড়ে উঠেছে সম্পূর্ণ ভিন্ন সামাজিক স্তরের দুই নারীকে ঘিরে। একজন জনপ্রিয় অভিনেত্রী জয়া, আরেকজন তাঁর গৃহকর্মী শারমিন। বিধিনিষেধের মধ্যে তারা আবদ্ধ হয়ে পড়ে একই ঘরে। বাইরে মৃত্যু ও ভয়ের রাজত্ব, ভেতরে নিস্তব্ধতা। সেই নির্জন সময়ের ভেতর ধীরে ধীরে গড়ে ওঠে তাদের সম্পর্ক। কখনো তা ঘনিষ্ঠতার, আবার কখনো তা ভাঙনের। শেষ পর্যন্ত নিঃসঙ্গতা আর পরিবর্তনের ভারেই সম্পর্কটা আলগা হয়ে যায়।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নওগাঁয় পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের লাশ উদ্ধার
প্রতীকী ছবি