নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইন্টার মায়ামি। তাদের নতুন কোচ জাভিয়ের মাসচেরানোর তত্ত্বাবধানে স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি, ২০২৫) অনুশীলন করে মেসি ও মায়ামির অন্যান্য খেলোয়াড়রা। তার আগে গেল ১১ জানুয়ারি সব খেলোয়াড়ের মেডিক্যাল টেস্ট করা হয়।

মাসচেরানো বলেছেন, ‘‘আমরা শনিবার মেডিক্যাল টেস্টের মাধ্যমে শুরু করি। এবং গতকাল থেকে অনুশীলন শুরু করেছি। অনুভূতি খুব ভালো। আমরা আসলে খুশি যেভাবে খেলোয়াড়রা ছুটি কাটিয়ে দলে ফিরেছে তাতে। আমি অবশ্য বেশ চুপচাপ মানুষ। কিন্তু অবশ্যই আমি ট্রেনিং সেশনে কঠোর পরিশ্রম পছন্দ করি। আমি পছন্দ করি অনুশীলনে যেভাবে কঠোর পরিশ্রম ও ইনটেনসিটি দেখানো হয় সেটা যেন খেলার মাঠেও বজায় থাকে। সাহসের সঙ্গে খেলে।’’

মৌসুম শুরুর আগে উত্তর, দক্ষিণ ও সেন্ট্রাল আমেরিকায় বেশ কয়েকটি প্রাক-মৌসুম ম্যাচ খেলবে মায়ামি। ১৮ জানুয়ারি লাস ভেগাসে ক্লাব আমেরিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।

আরো পড়ুন:

মেজর লিগ সকারের আরেকটি পুরস্কার জিতলেন মেসি

মেসিদের দলে নাম লেখাচ্ছেন সাবেক রিয়াল তারকা

গেল মৌসুমে মেজর লিগ সকারের প্লে’অফ থেকে বিদায় নিয়েছিল মায়ামি। এবার নতুন কোচের তত্ত্বাবধানে কতোদূর যেতে পারে মেসি ও তার দল সেটাই দেখার বিষয়।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ