গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাগাড় সোসাইটি মাঠ এলাকায় উইন্ডি অ্যাপারেল লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন– ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি জাফর, গণঅধিকার পরিষদের সদস্য মনোয়ার, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য মিলন, নুরুন নবী হায়দার ও পথচারী রিপন।
স্থানীয় সূত্রে জানা যায়, উইন্ডি অ্যাপারেল লিমিটেডে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝুটের ব্যবসা করে আসছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর কারখানাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। বুধবার সাবেক এমপি হাসান উদ্দিন সরকারের কর্মচারী কিবরিয়া খান জনির লোকজন কারখানা থেকে ঝুট আনতে যান। পরে ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরাও সেখানে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন।
টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল জানান, সকালে হাসান সরকারের কর্মচারী জনি কারখানায় লোকজন পাঠান। তাদের সঙ্গে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বেশ কয়েকজন সন্ত্রাসী ছিল। তাঁর (নাজমুল) লোকজন কারখানার সামনে গিয়ে তাদের কাছে বিষয়টি জানতে চান। এ সময় তারা তাঁর লোকজনকে মারধর করে তাড়িয়ে দেয়। পরে বিকেলে পাগাড় শাশাব বাড়ির রয়েল হায়দারের ছেলে নুরুন নবী হায়দারকে রাস্তায় আটকে মারধর করে তারা। এ সময় পাঁচজন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কিবরিয়া খান জনি বলেন, কারখানার ওয়ার্ক অর্ডার তাঁর নামে। তিনি কারখানায় যাননি। তাদের লোকজন বৈধ পন্থায় মালপত্র আনতে গেছে। কিন্তু তাদের বাধা দেওয়া হয়। সেখানে কোনো মারামারি হয়নি।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, কারখানার মালিক পক্ষ থেকে কেউ পুলিশকে জানায়নি যে কারখানা থেকে ঝুট বের করবে। সেখানে বিএনপির দুই পক্ষসহ অজ্ঞাত কয়েকটি পক্ষ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ স ঘর ষ ব এনপ ল কজন
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।