দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী
Published: 18th, January 2025 GMT
দিনাজপুরে বাড়িতে বসে থাকা অবস্থায় পায়ে গুলিবিদ্ধ হয়েছে শাহনাজ পারভীন (১৫) নামে এক কিশোরী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের পার্শ্ববর্তী পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, প্রশিক্ষণ চলাকালে পুলিশের বন্দুক থেকে ছোড়া একটি গুলি ওই কিশোরীর পায়ে এসে লাগে। সে ওই এলাকার জালাল উদ্দিনের মেয়ে এবং দিনাজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিক চিকিৎসা শেষে ওই কিশোরী বাড়িতেই অবস্থান করছে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে চেয়ারে বসে ছিল ওই কিশোরী। এ সময় ডান হাঁটুর ওপরে আঘাত অনুভব করে এবং চেয়ার থেকে পড়ে যায়। কিছুক্ষণ পরই পা থেকে রক্ত ঝরা শুরু করলে পরিবারের লোকজন তাকে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তার পায়ে একটি সেলাই দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গত ১২ জানুয়ারি থেকে সাত দিনব্যাপী দিনাজপুর আনসার ও ভিডিপি ফায়ারিং স্কোয়াডে পুলিশ সদস্যদের বার্ষিক অস্ত্র প্রশিক্ষণ চলছে। সেখান থেকেই গুলিটি আসতে পারে।
ভুক্তভোগী শাহনাজের বাবা জালাল উদ্দিন বলেন, ওই গুলিটি আনসার অফিসে চলা প্রশিক্ষণ থেকে আসতে পারে। সকালেই গুলিটি আনসার অফিসে দেওয়া হয়েছে। পরে পুলিশ সদস্যরা বাড়িতে এসে খোঁজখবর নেন এবং ছবি তুলে নিয়ে যান।
দিনাজপুরের কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান বলেন, আমাদের ফায়ারিং প্রশিক্ষণ চলছিল। বাসার বাইরে চেয়ারে বসে থাকা অবস্থায় গুলিতে এক কিশোরী পায়ে সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। সেটি স্পট থেকে দেড় কিলোমিটার দূরে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আনস র
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি
ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন।
এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি, এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে।