দেড় কিলোমিটার দূরে পুলিশের প্রশিক্ষণ, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী
Published: 18th, January 2025 GMT
দিনাজপুরে বাড়িতে বসে থাকা অবস্থায় পায়ে গুলিবিদ্ধ হয়েছে শাহনাজ পারভীন (১৫) নামে এক কিশোরী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের পার্শ্ববর্তী পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, প্রশিক্ষণ চলাকালে পুলিশের বন্দুক থেকে ছোড়া একটি গুলি ওই কিশোরীর পায়ে এসে লাগে। সে ওই এলাকার জালাল উদ্দিনের মেয়ে এবং দিনাজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিক চিকিৎসা শেষে ওই কিশোরী বাড়িতেই অবস্থান করছে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে চেয়ারে বসে ছিল ওই কিশোরী। এ সময় ডান হাঁটুর ওপরে আঘাত অনুভব করে এবং চেয়ার থেকে পড়ে যায়। কিছুক্ষণ পরই পা থেকে রক্ত ঝরা শুরু করলে পরিবারের লোকজন তাকে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তার পায়ে একটি সেলাই দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গত ১২ জানুয়ারি থেকে সাত দিনব্যাপী দিনাজপুর আনসার ও ভিডিপি ফায়ারিং স্কোয়াডে পুলিশ সদস্যদের বার্ষিক অস্ত্র প্রশিক্ষণ চলছে। সেখান থেকেই গুলিটি আসতে পারে।
ভুক্তভোগী শাহনাজের বাবা জালাল উদ্দিন বলেন, ওই গুলিটি আনসার অফিসে চলা প্রশিক্ষণ থেকে আসতে পারে। সকালেই গুলিটি আনসার অফিসে দেওয়া হয়েছে। পরে পুলিশ সদস্যরা বাড়িতে এসে খোঁজখবর নেন এবং ছবি তুলে নিয়ে যান।
দিনাজপুরের কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান বলেন, আমাদের ফায়ারিং প্রশিক্ষণ চলছিল। বাসার বাইরে চেয়ারে বসে থাকা অবস্থায় গুলিতে এক কিশোরী পায়ে সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। সেটি স্পট থেকে দেড় কিলোমিটার দূরে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আনস র
এছাড়াও পড়ুন:
দেশের জন্য যা যা করা দরকার, সব করেছেন আহমদ ছফা
আহমদ ছফাকে বুদ্ধিজীবীদের অনেকেই সহ্য করতে পারতেন না। কিন্তু তাঁর বেশির ভাগ কথা এখন সত্যে পরিণত হয়েছে। দেশের সঙ্গে তিনি প্রাণকে যুক্ত করেছিলেন। দেশকে ভালোবেসে যা যা করা দরকার, তার সবকিছু করেছেন।
শুক্রবার বিকেলে আহমদ ছফা স্মৃতি বক্তৃতায় সভাপতির বক্তব্যে অধ্যাপক সলিমুল্লাহ খান এসব কথা বলেন। এশীয় শিল্পী ও সংস্কৃতি সভা জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘আহমদ ছফা স্মৃতি বক্তৃতা-২০২৫’ আয়োজন করে। ‘আহমদ ছফার রাষ্ট্র বাসনা এবং জুলাই গণ–অভ্যুত্থানের পরিচয়’ শীর্ষক স্মৃতি বক্তৃতা দেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এশীয় শিল্পী ও সাংস্কৃতিক সভার সভাপতি জহিরুল ইসলাম। আহমদ ছফা (১৯৪৩–২০০১) ছিলেন লেখক, প্রগতিশীল সাহিত্যকর্মী ও রাজনৈতিক চিন্তক।
অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘আহমদ ছফা ছিলেন মূলত সাহিত্যিক। তবে তিনি সাহিত্যের গণ্ডি পেরিয়ে চিন্তাকে রাষ্ট্রভাবনা বিষয়ে প্রসারিত করেছিলেন। তিনি ছিলেন অনেক দূরদৃষ্টিসম্পন্ন। তিনি এমন বিষয় নিয়ে চিন্তা করেছিলেন, তা অনেক সময় আমরা বুঝতে পারি না।’ ছফা বলেছিলেন, ‘বিপ্লবের একটি নতুন ভাষা থাকতে হবে। মানুষের রাষ্ট্রের বাসনা বুঝতে হবে। দেশটা আমার নিজের বলে মনে করলে তার সমস্যার সমাধানও আমার নিজের মতো করেই ভাবতে হবে।’
স্মৃতি বক্তৃতায় ফারুক ওয়াসিফ বলেন, আহমদ ছফা রাষ্ট্র নিয়ে গভীরভাবে ভেবেছেন। তিনি বলেন, বাংলাদেশ যে ধরনের দেশ সেই বৈশিষ্ট্যকে ধারণ করার মতো কোনো তাত্ত্বিক রাজনৈতিক রূপরেখা নেই। কোনো রাজনৈতিক দলও নেই।
ফারুক ওয়াসিফ বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের পূর্বপরিকল্পনা ছিল না। একাত্তর ছিল অপরিকল্পিত। একইভাবে জুলাই অভ্যুত্থানও হয়েছে অপ্রস্তুতভাবে। এখন জুলাইয়ের নেতারা প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছেন। বড় দলের যে সামর্থ্য আছে, সেই শক্তি–সামর্থ্য তাদের নেই। তারা মিত্রহীন হয়ে পড়েছে।’
আহমদ ছফার বন্ধু ব্যবসায়ী আবদুল হক বলেন, জনগণ রাষ্ট্রের পরিবর্তন চেয়েছিল। বাংলাদেশের নবীন প্রজন্ম সেই পরিবর্তন ঘটিয়েছে। সারা বিশ্ব দেখেছে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে জানে। এখন একটি নতুন রাজনীতি দরকার।