কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে চকরিয়া থানা পুলিশ। রোববার কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা ও অস্ত্র মামলায় ১৮ জনকে আসামি করে পৃথক অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।
 
এদিকে আদালতে অভিযোগপত্র জমা পড়লেও আসামিদের পরিচয় জানা যায়নি। তদন্ত কর্মকর্তা অনুপ কান্তি চৌধুরী ও জেলা আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন কেউই নাম বলতে চাননি। তবে অভিযোগপত্র জমা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। 

গত বছরের ২৪ সেপ্টেম্বর ভোরে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে অভিযানের সময় ডাকাতের গুলি ও ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন প্রাণ হারান। এ ঘটনায় সেনাবাহিনী চকরিয়া থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক মামলা করে। ঘটনায় জড়িত সন্দেহে যৌথ বাহিনী ওই সময়েই চকরিয়ার বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করে।

প্রায় চার মাস তদন্ত শেষে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কান্তি চৌধুরী আজ আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক আনোয়ার কবির পরে হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি ও সম্পদ ক্রোকের পরোয়ানা জারি করেন। অস্ত্র মামলার অভিযোগপত্র নেওয়ার এখতিয়ার না থাকায় নথি কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: তদন ত চকর য়

এছাড়াও পড়ুন:

করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।

আজ বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ