সন্ত্রাসের জনপদ থেকে নারায়ণগঞ্জকে রক্ষা করতে হবে : সাখাওয়াত
Published: 21st, January 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশে কোন জঙ্গিবাদ নেই। এই জঙ্গিবাদের তকমা শেখ হাসিনা ও তার দোসরা এদেশে তৈরি করেছিল। আপনারা কিন্তু দেখেছিলেন নারায়ণগঞ্জে গডফাদারের শাসন কায়েম হয়েছিল। ওই শামিম ওসমান, সেলিম ওসমান এই প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত করেছিল।
সেই সন্ত্রাসের জনপদ থেকে এ নারায়ণগঞ্জকে রক্ষা করতে হবে। নারায়ণগঞ্জ আপনার আমার সবার। নারায়ণগঞ্জে কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও লুটপাতকারীদের স্থান হবে না। গত ১৫ বছরে আমরা এই নারায়ণগঞ্জে কি দেখেছি।নারায়ণগঞ্জের হত্যা, গুম খুন আর অপহরণ নিত্যদিনের অবস্থা পরিণত হয়েছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা ২৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল চারটায় বন্দরের উত্তর লক্ষণখোলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে সাত খুন হয়েছিল। বন্দরের শেষ মাথায় শান্তি চরে শীতলক্ষায় লাশ ইট দিয়ে বেঁটে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছিল। কি অন্যায় করেছিল আইনজীবী চন্দন সরকার কি অন্যায় করেছিল নজরুলসহ আরো যারা ছিল তাদেরকেও এভাবে হত্যা করা হলো। আপনারা দেখেছেন ওই নিরীহ মেধাবী ছাত্র ত্বকীকে কিভাবে হত্যা করা হয়েছে।
নারায়ণগঞ্জে পাঁচ খুন থেকে চার ও তিন খুন সহকারে অসংখ্য খুন হয়েছে। সে সময় যেখানে তাকিয়ে ছিল ও আওয়ামী লীগর হত্যা রাজনীতি ছিল। এ সকল কর্মকান্ডের মাধ্যমে নারায়ণগঞ্জকে কলঙ্কিত করা হয়েছিল।
তিনি আরও বলেন, সেই সময়ে কিন্তু নারায়ণগঞ্জে প্রশাসনের কোন ভাল লোক আসতে চেতো না। কারণ নারায়ণগঞ্জ হলো সন্ত্রাসের জনপদ সেখানে গেলে স্বাধীনভাবে কাজ করতে পারবো না। আজকে বাংলাদেশের যেখানেই যাবেন দেখবেন যে কত সুন্দর সুন্দর রাস্তা। অথচ নারায়ণগঞ্জে কিন্তু সেরকমভাবে কোন উন্নয়ন হয় নাই।
নারায়ণগঞ্জ হয়েছে সন্ত্রাসের উন্নয়ন। নারায়ণগঞ্জ হয়েছে ওসমান পরিবারের উন্নয়ন। তারা জনগণকে জিম্মি করে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা হল জনগণের টাকা এই টাকা অবশ্যই ফিরিয়ে আনতে হবে। এবং যারা এই দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ মজিবর রহমান, মাকিত মোস্তাকিম শিপলু, ২৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সহ- সভাপতি মো.দাদন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান টুলু, সহ- সাংগঠনিক সম্পাদক আঃ রাহিম, প্রচার সম্পাদক মো. মিলন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মাসুদ, বন্দর থানা যুবদল নেতা আব্দুর রহমান, সজিব আহমেদ, মাহবুব আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন ন র য়ণগঞ জ ব এনপ র স র রহম ন কর ছ ল হয় ছ ল আপন র
এছাড়াও পড়ুন:
আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয় বিএনপি ) সহ-সাংগঠনিক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে মানিকপুর বাজারে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বিশনন্দী ইউনিয়নে মানিকপুর বাজারে এই গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কালে রাকিবুল ইসলাম রাকিব বলেন দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামের যারা মাঠে ছিলেন এবং হামলা মামলা সময় নেতাকর্মীদের পাশে ছিলেন ও জনগণের সাথে যাদের সম্পর্ক আছে দল তাকে মূল্যায়ন করবে।আপনার জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের জন্য কাজ করেন। তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরেন।
গনসংযোগ কালে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আজারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নবী হোসাইন,সাবেক যুগ্ম আহবায়ক রাসেল মোল্লা, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল খান, সাংগঠনিক সম্পাদক শান্ত আহমেদ, গোপালদী পৌর ছাত্রদল নেতা ইসমাইল হোসেন অপু, ইয়ামিন বিশনন্দী ইউনিয়ন বিএনপি সভাপতি গাজী মাসুদ, সাধারণ সম্পাদক খাজা মাইনউদ্দিন, যুবদল নেতা নুরুল ইসলাম জুয়েল,সাইজুদ্দিনসহ অসংখ্য নেতৃবৃন্দ।