বরগুনার তালতলীতে মো. আরাফাত খান নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা আরাফাত সিকদারকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। 

বহিষ্কৃত ছাত্রদল নেতা আরাফাত সিকদার উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও একই ইউনিয়নের কলারং গ্রামের শহিদ সিকদারের ছেলে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তালতলী উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙের অভিযোগের ভিত্তিতে তালতলী উপজেলার অধীনস্থ পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আরাফাত সিকদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। 

এ বিষয়ে তালতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, “কেন্দ্রীয়ভাবে আরাফাতকে বহিষ্কারের নির্দেশ পেয়ে বহিষ্কার করেছি। যদিও আমরাই তাকে বহিষ্কারের জন্য সুপারিশ করেছিলাম। কোনো অপরাধীদের জায়গা ছাত্রদলে নেই। এ ধরনের বিষয়ে আমরা পুলিশকে সহায়তা করবো।” 

উল্লেখ্য গত শনিবার রাতে মো.

আরাফাত খান ছাত্রদল নেতা আরাফাত সিকদারের মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেলচালক আরাফাত খানকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটে।

ঢাকা/ইমরান/ইমন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ন ত ছ ত রদল র স উপজ ল ত লতল

এছাড়াও পড়ুন:

নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি

আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। 

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।

ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি

জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ