পাবনার ঈশ্বরদীতে যৌতুক দিতে না পারায় স্বামীর নির্যাতনে রিয়া খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
রিয়া খাতুন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে। তাঁর স্বামী হৃদয় হোসেন বিপু একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
চার বছর আগে হৃদয় হোসেন বিপুর সঙ্গে রিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। দাশুড়িয়া ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের ভাড়া বাসায় থাকতেন এ দম্পতি। বিয়ের পরপরই বেশ কয়েকবার রিয়ার বাবার কাছ থেকে যৌতুক বাবদ টাকা নেন বিপু। সেই টাকা দিয়ে মাদকাসক্ত বিপু জুয়া খেলতেন। গত রোববারও তিনি রিয়াকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেন।
টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় রিয়াকে হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সেখানে মারা যান তিনি। ঘটনার পরপরই বিপু ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, মরদেহ ময়নাতদন্তের পর দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প বন
এছাড়াও পড়ুন:
মাত্র তিন দিনে নেটফ্লিক্সের তালিকার শীর্ষে
মুক্তির পরপরই আলোচনার ঝড় তুলেছে ‘উইক হিরো ক্লাস টু’। সিরিজটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। নেটফ্লিক্সের তালিকায়ও দর্শকের উন্মাদনার ঢেউ লেগেছে। মুক্তির মাত্র তিন দিনের ব্যবধানে নেটফ্লিক্সের অ–ইংরেজিভাষী সিরিজের তালিকার শীর্ষে উঠেছে সিরিজটি। খবর কোরিয়া টাইমসের।
নেটফ্লিক্সের অফিশিয়াল ওয়েবসাইট টুডুম জানিয়েছে, এ পর্যন্ত সিরিজটি ৬ দশমিক ১ মিলিয়নেরও বেশিবার ভিউ হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই সিরিজটি তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে।
সিরিজটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। মুক্তির পরপরই দক্ষিণ কোরিয়ার তালিকায় শীর্ষে ছিল।
দক্ষিণ কোরিয়া ছাড়াও সিরিজটি ব্রাজিল, মেক্সিকো, বেলজিয়াম, ফ্রান্স, মরক্কো, গ্রিস, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ মোট ৬৩ দেশের শীর্ষ দশের তালিকায় রয়েছে।
‘উইক হিরো ক্লাস টু’ নিয়ে উন্মাদনার মধ্যে ‘উইক হিরো ক্লাস ওয়ান’ও দেখছেন দর্শকেরা। সিরিজের প্রথম মৌসুমও বৈশ্বিক তালিকায় অষ্টম স্থানে রয়েছে।
‘উইক হিরো ক্লাস টু’–এ মূল চরিত্রে অভিনয় করেছেন পার্ক জি হুন, ইউন সি ইউন নামের এক চরিত্রে পাওয়া গেছে তাঁকে। পার্কের অভিনয়ের প্রশংসা করছেন অনেকে। পার্ক ছাড়াও এতে অভিনয় করেছেন রিয়ো উন, চোই মিন-ইয়ং, ইউ সু-বিন এবং লি জুন-ইয়ং।
আরও পড়ুনঈদের ছুটিতে দেখে নিতে পারেন আলোচিত ৫ কোরিয়ান সিরিজ২৩ এপ্রিল ২০২৩