হঠাৎ বাসে আগুন, অল্পে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী
Published: 6th, February 2025 GMT
শৈলকুপায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে রুপসা পরিবহনের চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে ভস্মীভূত হয়েছে। তবে নিরাপদে বাস থেকে নামতে সক্ষম হন অর্ধশতাধিক যাত্রী। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাসটি ভোরে খুলনা থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ৯টার দিকে মহম্মদপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনের ডিফেন্সার ভেঙে পড়ে। এর সঙ্গে তেলের ট্যাঙ্কার ও ব্যাটারির ঘর্ষণে আগুন লেগে যায়। পরে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। কিছুক্ষণের মধ্যে বাসটি পুড়ে যায়। শৈলকুপা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসমালিকের পক্ষ থেকে আগুনে ৪০ থেকে ৪২ লাখ টাকার ক্ষতি হয়েছে জানানো হয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলছেন ক্ষতির পরিমাণ ১২ লাখ টাকা।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক হাসান জানান, বাসে থাকা যাত্রীরা নিরাপদে নেমেছেন। এ ঘটনায় নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, পরিবহনে পর্যাপ্ত পরিমাণ আঠা ও রঙ ব্যবহার হওয়ায় আগুন ভয়াবহ আকার ধারণ করে। ফোমজাতীয় পদার্থ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বার্সার বিপক্ষে দ্বিতীয় লেগে খেলা হবে না মার্টিনেজের
বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৩-৩ গোলের সমতা করেছে ইন্টার মিলান। বার্সার মাঠ থেকে সমতা করে যাওয়ায় কিছুটা হলেও এগিয়ে আছে ইতালির জায়ান্টরা। তবে অলিখিত ওই ফাইনালে আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজকে না পাওয়ার শঙ্কায় আছে দ্য হিরোনসরা।
বার্সার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় লাওতারো মার্টিনেজের। প্রথমার্ধ চলাকালে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে বদলি করে মেহদি তারিমিকে মাঠে নামান ইন্টার মিলান কোচ সিমোন ইনজাঘি।
আগামী ৬ মে রাতে দ্বিতীয়ার্ধের ম্যাচ খেলতে নামবে ইন্টার ও বার্সা। ওই ম্যাচে মার্টিনেজের খেলা হবে না। বিষয়টি পুরোপুরি নিশ্চিত না করলেও এক প্রকার জানিয়ে দিয়েছেন ইন্টার কোচ, ‘লাওতারো পায়ে অস্বস্তি বোধ করছিল। আমরা কাল তার আরও কিছু পরীক্ষা করানোর পর পরিস্থিতি বুঝতে পারবো। তবে দ্বিতীয় লেগে আমাদের জন্য অলিখিত ফাইনালে সে খুবই অনিশ্চিত।’
সাবেক ইতালি স্ট্রাইকার ইনজাঘি দ্বিতীয় লেগে বার্সার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। সান সিরোর ৭৫ হাজার দর্শকের সমর্থন বড় পার্থক্য গড়ে দেবে বলে মনে করেন তিনি, ‘আশা করছি, আমরা দ্বিতীয় লেগে বেঞ্জামিন পাভার্ডকে (রাইট ব্যাক) পাবো। কিন্তু দূর্ভাগ্যবশত লাওতারোর ক্ষেত্রে একই আশা করছি পারছি না। দ্বিতীয় লেগ আমাদের জন্য ফাইনালের সমান এবং আমি ঘরের মাঠের ৭৫ হাজার দর্শককে গোনায় ধরছি। আমাদের ভক্তরা এই অর্জনে আমাদের সাহায্য করবে।’
চলতি মৌসুমে ইন্টার মিলানের সামনে ট্রেবল জয়ের সুযোগ ছিল। তবে কোপা ইতালিয়ায় এসি মিলানের বিপক্ষে হেরে ট্রেবলের সুযোগ শেষ হয়েছে তাদের। টিকে আছে ডাবল জয়ের সুযোগ। তবে পথে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। বার্সার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে জিততে হবে। ওদিকে ইতালির সিরি আ’তে সমান ম্যাচে ৩ পয়েন্টে এগিয়ে ইন্টারের শীর্ষস্থান কেড়ে নিয়েছে নাপোলি।