পঁচাত্তর বছর বয়সী রাজনৈতিক দল আওয়ামী লীগের পতন ও পরিণতি অভিনব। স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের তকমা নিয়ে দলটি ক্ষমতাচ্যুত। চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে গিয়ে গণহত্যা চালানোর অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে দলটির নেতাকর্মীকে। দলটির প্রধান রাষ্ট্রক্ষমতা ছেড়ে দেশত্যাগ করে আশ্রয় নিয়েছেন ভারতে।
আওয়ামী লীগের পতনের ছয় মাস হয়েছে। এই সময়ে দেশে সবচেয়ে আলোচিত বিষয়– সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ। সংস্কার নিয়ে দৃশ্যমান অগ্রগতির পক্ষে বলা যায়, সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কমিশনের রিপোর্ট জমাদান প্রক্রিয়াও শুরু হয়েছে। নির্বাচনের পক্ষে বলা যায়, আগের নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশনও গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ নিয়ে। আওয়ামী লীগের এই পরিণতি ও বাস্তবতাকে কীভাবে মূল্যায়ন করছে দলটি?
আওয়ামী লীগের পতনের ছয় মাস পূর্ণ হলো। কিন্তু এখন পর্যন্ত দলটির নেতাকর্মীর কথায় বা আচরণে কোনো প্রকার পরিবর্তন দেখা গেল না। জুলাই-আগস্টে গণহত্যা নিয়ে সামান্য অনুশোচনা প্রকাশের ঘটনাও দেখা গেল না। কেন দেখা গেল না? একটি প্রাচীন রাজনৈতিক দল, যার নেতৃস্থানীয়রা পালিয়ে বা আত্মগোপনে থাকলেও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক এখনও রয়েছেন, তাদের কাছে এই ঘটনা কী বার্তা দিচ্ছে? সবচেয়ে বড় কথা হচ্ছে, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখনও গণঅভ্যুত্থান ও তাদের সরকারের পতনকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। বিশেষ করে দলটির সভাপতি শেখ হাসিনার যেসব ফোনালাপ সামাজিক মাধ্যমে প্রচার হয়েছে, তাতে দেখা মিলবে সেই আগের শেখ হাসিনার। তাঁর কথাবার্তা সেই আগের মতোই রয়ে গেছে। ন্যূনতম কোনো অনুশোচনা নেই। একই রকম ক্ষোভ ও ক্রোধের প্রকাশ দেখা যাবে। সর্বশেষ ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি গ্রুপ কলে শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের বাড়িঘর আছে, ওদের বাড়িঘর আছে না? এখন আর বসে থাকার সময় নাই, আমাদের বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়িঘরে আগুন দিতে হবে সব দিক থেকে.
দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানে পতনের পর থেকেই দিশাহারা আওয়ামী লীগের নেতাকর্মী। গণহত্যা ও ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের অভিযোগে অভিযুক্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিপুলসংখ্যক নেতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হয়েছেন সিনিয়র অনেক নেতা। দাবি উঠছে আওয়ামী লীগ নিষিদ্ধের।
এমন পরিস্থিতিতে দলটির প্রধান শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পূর্তিতে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখলেন। এ ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন। তাঁর এই বক্তব্য ঘিরে উত্তেজনা তৈরি হলো। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বাসভবন ও স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার ব্যবহার করা হয়। এ ছাড়া খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা, কুষ্টিয়া, ভোলা, রংপুরসহ দেশের আরও কয়েকটি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এর পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এখন কোনো প্রকার দায় ও বিচারের আওতায় না এসে নতুন কর্মসূচি ঘোষণা এবং তার ফলে ছাত্র-জনতার প্রতিরোধ ও প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ পিছু হটার মধ্য দিয়ে দলটি আরও করুণ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ফেসবুকে কর্মসূচি ঘোষণা করে ঠিক কোন ধরনের রাজনৈতিক সুবিধা আদায় করতে পারবেন? শীর্ষ নেতৃত্ব এবং তাঁর পরিবারের প্রত্যেক সদস্য নিরাপদে দেশের বাইরে অবস্থান করছেন। বিপরীতে দলের তৃণমূল নেতাকর্মী হামলা-মামলার ভয়ে আত্মগোপনে রয়েছেন। এমন পরিস্থিতিতে গণহত্যার বিচার হওয়া এবং দলটি গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আগে যে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচির মূলত দুটি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করার মধ্য দিয়ে নিজেদের গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হওয়াকে যে কোনো উপায়ে বিতর্কিত করা। পাশাপাশি নিজেদের পক্ষে সমর্থন আদায় করা। দ্বিতীয়ত, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্র– এটা প্রমাণ করা।
৫ আগস্টের পর থেকে দেশে আওয়ামী লীগের সক্রিয় কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি। দলের প্রধানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, গুম, নির্যাতনসহ অনেক মামলা হয়েছে। চলমান মামলায় আদালতে আত্মসমর্পণ না করায় ‘পলাতক’ ঘোষণা করা হয়েছে শেখ হাসিনাকে। তাঁর প্রত্যর্পণের জন্য গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। এমন অবস্থায় দলটির কর্মসূচি পালন প্রায় দুঃসাধ্য। এর আগে ১০ নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিলেও দলটির কাউকে দেখা যায়নি। যেখানে জুলাই-আগস্টে গণহত্যার স্মৃতি এখনও দগদগে, সেখানে কোনো প্রকার অনুশোচনাহীন একটি রাজনৈতিক দল কীভাবে রাজনীতিতে ফিরতে চাইতে পারে? আমরা এখানে স্মরণ করতে পারি, একাত্তরে গণহত্যার দোসর জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবির এ রকম রাজনীতি করতে চাইছে। একাত্তর প্রশ্নে জামায়াত-শিবির এবং চব্বিশ প্রশ্নে আওয়ামী লীগ ক্ষমা, অনুশোচনার মধ্য দিয়ে এগিয়ে না এলে রাজনৈতিক দল হিসেবে জনগণের মুখোমুখি হতে পারবে কি?
বাংলাদেশে সরকার পতনের আরও নজির আছে। এরশাদের পতনের পর জাতীয় পার্টির অধিকাংশ নেতা জেলে থাকার সময়ে মিজান চৌধুরী দলের নেতৃত্ব দিয়েছিলেন। নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে ৩৫টি আসন পেতে সক্ষম হয়েছিল জাতীয় পার্টি। বিগত আওয়ামী লীগ সরকার বিএনপিকে অফিসে বসতে দেয়নি। নেতাকর্মীকে মামলা দিয়ে ব্যাপক ধরপাকড় ও জেল-জুলুম করেছে। তা সত্ত্বেও বিএনপির রুহুল কবির রিজভী দলের কার্যালয়ে থেকে প্রতিদিন বক্তৃতা-বিবৃতি-সমালোচনা চালিয়ে গেছেন। বিপরীতে আওয়ামী লীগের লন্ডভন্ড দলীয় কার্যালয় এখন ছিন্নমূল মানুষের আস্তানায় পরিণত। কোথাও কোনো নেতা নেই।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার অডিও বক্তব্য ঘিরে যে পরিস্থিতি তৈরি হলো, তার দায় কার? খোলা চোখে মনে হতে পারে– ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। ইট-পাথর-সিমেন্ট-রডের মজবুত গাঁথুনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু খেয়াল করলেই দেখা যাবে, এটা হচ্ছে চব্বিশের জুলাই-আগস্টে নির্মম হত্যাকাণ্ডের পরও ক্ষমা না চেয়ে উল্টো দম্ভোক্তি করার পাল্টা জবাব। একই সঙ্গে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের প্রতিও এক ধরনের বার্তা। বাংলাদেশের আইনে পলাতক থেকে ভারতে অবস্থান নিয়ে ভবিষ্যতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়েও প্রতিবেশী দেশটি আরেকবার ভাববে, আশা করি।
এহ্সান মাহমুদ: সহকারী সম্পাদক, সমকাল; কথাসাহিত্যিক
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ল ই আগস ট ছ ত র জনত র ক ষমত চ য ত দ র ব ড় ঘর গণহত য র র র জন ত ন ত কর ম র পতন র ধ নমন ড অবস থ আওয় ম সরক র দলট র
এছাড়াও পড়ুন:
২ মে ঢাকায় এনসিপির বিক্ষোভ, প্রচারপত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে ৭ অপরাধ
‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে’ আগামী ২ মে (শুক্রবার) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ হবে।
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত দল এনসিপি।
সমাবেশ উপলক্ষে তৈরি করা প্রচারপত্রে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলের সাতটি অপরাধের কথা উল্লেখ করেছে এনসিপি। এগুলো হলো ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ দমনের নামে ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড; গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণহরণ; ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি অবৈধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ; ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ; লাখ লাখ কোটি টাকার দুর্নীতি, লুটপাট ও পাচার; ২০২১ সালে নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনে চালানো হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় চালানো নজিরবিহীন গণহত্যা।
এরপর চারটি দাবিও উল্লেখ করা হয়েছে প্রচারপত্রে। এগুলো হলো প্রতিটি অপরাধের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল বা কমিশন গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা; আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল; বিচার চলাকালে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িত ব্যক্তিদের বিচার ও তাঁদের নির্বাচনে অযোগ্য ঘোষণা।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, সমাবেশে প্রায় ২০ হাজার মানুষের জমায়েত হতে পারে। এই সমাবেশে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
দলগতভাবে আওয়ামী লীগের বিচার, দলটির নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গত ২১ এপ্রিল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় বিক্ষোভ, সমাবেশ ও মশালমিছিল করছে এনসিপি। এর ধারাবাহিকতায় এবার কিছুটা বড় পরিসরে ঢাকা মহানগর শাখার ব্যানারে সমাবেশ হতে যাচ্ছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগরের থানা পর্যায়ে কিছুদিন ধরে এনসিপির যে কর্মসূচিগুলো হচ্ছে, এগুলোরই চূড়ান্ত সমাবেশটা হবে আগামী ২ মে।