বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ কমিটি বাতিল করে নতাুন কমিটি গঠেনের দাবি জানানো হয়েছে। ছয় ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্ত না হলে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন সংগঠনটির নেতারা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের নিউজ হোম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 

সংবাদ সম্মেলনে নেতারা জানান, গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে একটি বৈষম্য মূলক কমিটি প্রকাশিত হয়েছে। কমিটিতে সজিব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছে। ত্যাগী এবং বিপ্লবীদের বাদ রেখে এই কমিটি ঘোষণা করা হয়েছে। কোনো যাচাই বাছাই না করেই কমিটি ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জের গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, নিহতের পরিবার, আহত ও প্রশাসনের কাছে শুনে কমিটি পুনরায় গঠন করতে হবে।

তারা আরো জানান, রাজশাহী বিভাগের দায়িত্বরত সমন্বয় মাহিন সরকার ইতিপূর্বেও একাধিকবার আলোচনা সভা করলেও তিনি সার্বিক বিষয়ে অবহিত হওয়া সত্ত্বেও বৈষম্য মূলক কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্ত না হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি দেওয়া হবে। 

এসময় নতুন ঘোষিত কমিটি থেকে ৩০ জন সদস্য পদত্যাগের ঘোষণা দেন। খুব শিগগিরি বৈষম্যবিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে তাদের পদত্যাগপত্র পাঠানো হবে বলে জানান নেতারা।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপ-কমিটির সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য মেহেদী হাসান মুনতাসির, মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আনজারুল ইসলাম, আবু হানিফ তালুকদার, রাজিতা ভূইয়া, পায়েল খান, আমানুল্লাহ আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন। 

ঢাকা/অদিত্য/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স র জগঞ জ

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ