‘শহীদ আফ্রিদি কিন্তু অবসর ভেঙে ফিরে আসতে পারে’—ধারাভাষ্যে কথাটা মজা করেই বললেন সুনীল গাভাস্কার। কটকে আজে ভারত-ইংল্যান্ডে দ্বিতীয় ওয়ানডে চলার সময় গাভাস্কার এই মজা করতে পারলেন রোহিত শর্মার সৌজন্যে। ভারত অধিনায়ক যে ওয়ানডেতে ছক্কার রেকর্ডে আফ্রিদির ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছেন।

রোহিত ম্যাচটি শুরু করেছিলেন ৩৩১ ছক্কা নিয়ে। ওয়ানডে ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে দ্বিতীয়স্থানে ছিলেন এই সংস্করণে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক রোহিত। ৩০৬ রানের লক্ষ্য ছুঁতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই গেইলকে রেকর্ডে তৃতীয় বানিয়ে দুইয়ে উঠে যান ভারত ওপেনার। ইংল্যান্ড পেসার গাস অ্যাটকিনসনকে ফ্লিক করে মিডউইকেট দিয়ে ছক্কা মেরেই রোহিত পেয়ে যান ৩৩২তম ছক্কা।

পরে আরও ৬টি ছক্কা মেরেছেন রোহিত। ম্যাচ শেষে রোহিতের ওয়ানডে ছক্কা ৩৩৮টি। শহীদ আফ্রিদির সঙ্গে ব্যবধানটা এখন ১৩। চ্যাম্পিয়নস ট্রফিতেই না রোহিত কেড়ে নেন রেকর্ড, আফ্রিদির অবসর ভাঙার চিন্তা তো করতেই পারেন!

ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা

ছক্কার রেকর্ডে দ্বিতীয় স্থানে ওঠার দিনে ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরিও পেয়ে গেছেন রোহিত। অথচ এই ম্যাচে ভারত একাদশ ঘোষণার পর কী সমালোচনাই না হলো রোহিতের।  বিরাট কোহলি একাদশে ফেরায় টপ অর্ডারের একজনকে বাদ দিতেই হতো। সেই কোপটা পড়ল যশস্বী জয়সোয়ালের ওপর। ‘নিজের ব্যাটে তো রান নেই, নিজেকে বাদ না দিয়ে জয়সোয়ালকে বাদ দেওয়া কেন’—সমালোচকদের যুক্তি ছিল এটাই।

বাজে ফর্মের কারণে বেশ সমালোচনার মুখে ছিলেন রোহিত শর্মা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র কর ড

এছাড়াও পড়ুন:

ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে

হঠাৎ মনে হতে পারে, কথাবার্তায় লোকটা এখন তো বেশ সাদামাটা। তা-ই কি?

মোটেও না। চেনা সেই ক্যারিশমা যে চলে যায়নি, সেটা বোঝা গেল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে উসাইন বোল্ট যখন সোজা বলে দিলেন, কেন তাঁর রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। মনে হবে, এই তো সেই বোল্ট। আবার একটু ধাক্কাও লাগবে পরের কথাগুলো শুনলে। একসময়ের সুপারম্যান এখন তাহলে এমন আটপৌরে জীবন কাটাচ্ছেন! যে জীবনে নাকি সিঁড়ি ভেঙে ওঠার সময় তাঁর দম ফুরিয়ে আসে! অথচ এই লোকটাই একসময় ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে।

আরও পড়ুনআকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিসের আবারও বিশ্ব রেকর্ড১৫ সেপ্টেম্বর ২০২৫

টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারটা বোল্ট দিয়েছেন টোকিওতে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দেখতে গেছেন সেখানে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৭ সালে অবসরের পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসর দেখতে গেলেন আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। জাপানি দর্শকেরা অবশ্য তাঁকে দেখে ঠিকই উল্লাসে ফেটে পড়েছে। তবে বোল্ট এখন বদলে গেছেন অনেকটাই। জ্যামাইকায় এখন তাঁর ঘরোয়া জীবনটা আলোয় থাকার সময়ের সেই জীবনের সঙ্গে একেবারেই মেলে না।

অবসর নেওয়ার পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসরে এলেন বোল্ট। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে