অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও গবেষক কবীর আলমগীরের চতুর্থ বই ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতন।’ মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বাংলানামার ৫৬০ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ১৬৮ পৃষ্ঠার বইটির দাম ৫৫০ টাকা। প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ।

বইটি সম্পর্কে কবীর আলমগীর বলেছেন, “সমকালের প্রামাণ্য দলিল ও পর্যালোচনা ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতন’ বইটি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের একক আধিপত্য, দুর্নীতি ও করুণ পরিণতির কথা উঠে এসেছে এ বইয়ে। ২০২৪ সালে এ দেশের ছাত্র-জনতা কীভাবে দুর্নিবার সাহসে গণহত্যাকারী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মূল উচ্ছেদ করেছে, তার বিবরণ ও কার্য-কারণের সন্ধান মিলবে গ্রন্থটিতে।”

দেশের মানুষ রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে আশায় বুক বেঁধেছে একটি আদর্শ রাষ্ট্র গঠনের অভিপ্রায়ে। কিন্তু, বারবার জনগণের স্বপ্নভঙ্গ হয়েছে, জনগণের আশা-আকাঙ্ক্ষা হোঁচট খেয়েছে। এবারের বিপ্লব বা গণঅভ্যুত্থানও কি হাতছাড়া বা বেহাত হচ্ছে, এই প্রশ্নও আছে বইটিতে।

আওয়ামী লীগের পতন দেখে অন্য রাজনৈতিক দলগুলো কী শিক্ষা নিতে পারে, সে আলোচনাও করা হয়েছে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতন’ বইয়ে।

কবীর আলমগীর বলেছেন, “সব মিলিয়ে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতন‘ বইটি এ সময়ের রাজনীতি ও রাষ্ট্রকাঠামোর ব্যবচ্ছেদ বলা যায়। আশা করি, পাঠকরা বইটি পড়ে রাজনীতি বিষয়ে নিজেদের বোঝাপড়া শাণিত করতে পারবেন।”

কবীর আলমগীরের জন্ম ঝিনাইদহের শ্যামনগর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে তিনি অনার্স-মাস্টার্স-এমফিল ডিগ্রি লাভ করেছেন। পিএইচডি গবেষণা করছেন একই বিশ্ববিদ্যালয়ে।

জীবিকার তাগিদে লেখকের পেশা সাংবাদিকতা। পাশাপাশি তিনি দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে পর্যালোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তরুণ এই লেখক প্রবন্ধ, উপন্যাস, গল্প ও কবিতা রচনায়ও একনিষ্ঠ।

লেখকের অন্যান্য বই
কবিতা: গহীন বুকে বিষের চারা (বাংলানামা, ২০১৮)
প্রবন্ধ: আহমদ ছফার উপন্যাসে জীবন ও সমাজ (খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি, ২০১৮)
গবেষণা: ফ্যাসিবাদ: সাম্প্রতিক বিবেচনা (বাংলানামা, ২০২৪)

ঢাকা/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল গ র পতন র জন ত

এছাড়াও পড়ুন:

অবিলম্বে গণভোটের দাবি চাকসুর

জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে অবিলম্বে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে চাকসুর অফিশিয়াল পেজে সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি ও সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ দাবি জানানো হয়েছে। 

আরো পড়ুন:

‘ফ্যাসিস্টের দোসর’ থাকায় জুলাই সনদ অনুষ্ঠান বর্জন ছাত্র সংসদ নেতাদের

শপথ নিলেন চাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই সনদে স্বাক্ষর করেও কিছু রাজনৈতিক দল ধারাবাহিকভাবে সেই সংস্কার বাস্তবায়নের পথে বাধা দিয়ে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তারা এমন সব মৌলিক সংস্কারের বিরোধিতা করছে, যা জুলাই বিপ্লবের মূল লক্ষ্যগুলোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

পিএসসি, দুদক, ন্যায়পাল, জুডিশিয়ারি, মহা-হিসাব নিরীক্ষকসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে দল-মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার সংস্কার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে তারা ক্ষমতার কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ ও দলীয় প্রভাব বজায় রাখার নীতি অনুসরণ করছে। যে বৈষম্যমূলক নিয়োগ ও রাষ্ট্রীয় লুণ্ঠন ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, সেই কাঠামো অপরিবর্তিত রাখার মাধ্যমে কিছু রাজনৈতিক দল স্পষ্টভাবে নতুন প্রজন্মের ন্যায্য আকাঙ্ক্ষা ও স্বপ্নের সঙ্গে উপহাস করছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিচারপতি নিয়োগে দলীয় প্রভাব কমিয়ে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠন, সংবিধানের অনুচ্ছেদ ৭০ আধুনিকায়ন, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পৃথককরণ, আইন পেশায় রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচনের প্রতিবন্ধকতা, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠনে তাদের আপত্তি, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণের পথে বড় বাঁধার সৃষ্টি করছে। এটি মূলত রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের বিরুদ্ধে অবস্থান এবং তরুণ সমাজের ভবিষ্যৎ ধ্বংসের এক গভীর ষড়যন্ত্র।

প্রস্তাবিত সংস্কারগুলো কোনো ব্যক্তি বা দলের স্বার্থের জন্য নয়, এগুলো দেশের, জনগণের এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে রাষ্ট্রীয় পুনর্গঠন ও গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার শর্তভিত্তিক রূপরেখা। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে রাষ্ট্রগঠনমূলক সিদ্ধান্ত জনগণই নেবে। আর সেই গণমতের সর্বোচ্চ প্রকাশের মাধ্যম হলো গণভোট। জনগণের প্রত্যক্ষ মতামত নিয়েই সংস্কারের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত হতে হবে।

যদি কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী অথবা প্রাতিষ্ঠানিক শক্তি সংস্কারের পথে বাঁধা হয়ে দাঁড়ায়, তবে ছাত্র-জনতা সেই বাধা মোকাবিলায় সংগ্রামী ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • অবিলম্বে গণভোটের দাবি চাকসুর
  • ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ঢাকার প্রার্থী যারা 
  • ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
  • বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
  • শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • যশোরে জিআই পণ্য খেজুর গুড় তৈরির রস সংগ্রহে গাছ প্রস্তুতির উদ্বোধন
  • পরিকল্পিতভাবে প্রচারণা চলছে যে বিএনপি সংস্কারের বিরোধী: মির্জা ফখরুল
  • কাঁচাপাট রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেএ চেয়ারম্যানের
  • বাবাকে না পেয়ে ঘর থেকে বেরিয়ে সড়কে যায় শিশু, মুহূর্তে ট্রাকচাপায় নিহত
  • রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় তাঁর সহযোগী গ্রেপ্তার