গায়িকা বর্ষা চৌধুরীর অনেক পরিচয়। একাধারে তিনি— উদ্যোক্তা, অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুখ-দুঃখের কথা বলে প্রায়ই আলোচনায় আসেন। অনেক দর্শকের মতে, বর্ষা চৌধুরীর জীবনের নানা চড়াই-উতরাই সিনেমার গল্পকেও হার মানায়।

এদিকে, বেশ কিছুদিন ধরে নানা ইস্যুতে আলোচনায় রয়েছেন বর্ষা। এসবের মাঝে নতুন খবর দিলেন। বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই শিল্পী।

‘কত লোকে কত কথা বলে’ শিরোনামের গানটির কথা লিখেছেন অভিনেতা ও প্রযোজক মুন্না খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্ষা চৌধুরী ও রোহান রাজ। আর মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী মহিমা এবং ইব্রাহিম খান।

আরো পড়ুন:

প্রশংসা কুড়াচ্ছে সাব্বির-কোনালের গান

ফাহিমের ভালোবাসার গান ‘আদুরে দিন’

নতুন গানটি নিয়ে বর্ষা বলেন, “বেশ বড় আয়োজনে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গানটি নির্মাণ করা হয়েছে। গানের কথাগুলোও বেশ চমৎকার। আশা করি, গানটি সবার ভালো লাগবে।”

এদিকে মুন্না খান বলেন, “সিনেমা প্রযোজনার পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরণের মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় ভালোবাসা দিবসকে সামনে রেখে আমাদের নতুন এই গান। বর্ষা খুব চমৎকার গেয়েছে তারই সঙ্গে রোহান রাজও। আশা করছি, গানটি সকলের মন ছুঁয়ে যাবে।”

জানা যায়, ভালোবাসা দিবসকে সামনে রেখে ১১ ফেব্রুয়ারি মুন্না খান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এদের কোনো দিন শিক্ষা হবে না

আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ