রাশিয়াকে পুনরায় জি৭ জোটে ফিরিয়ে আনতে চান ট্রাম্প
Published: 14th, February 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি রাশিয়াকে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি৭-এ ফিরিয়ে আনতে চান। মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি।
২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের আগ পর্যন্ত শিল্পোন্নত দেশগুলোর এই জোটের সদস্য ছিল রাশিয়া। তখন জোটটি জি৮ নামে পরিচিত ছিল। ক্রিমিয়া দখলের পর মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা হয়।
ট্রাম্প হোয়াইট হাউসে নতুন করে শুল্ক ঘোষণা করার সময় বলেন, ‘আমি তাদের (রাশিয়া) ফিরিয়ে আনতে চাই। আমার মনে হয় তাদের বাদ দেওয়া ভুল ছিল। দেখুন, বিষয়টি আসলে রাশিয়াকে পছন্দ করা বা না করার নয়। এটি ছিল জি৮।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি বলেছিলাম, 'তোমরা কী করছ? তোমরা সবাই কেবল রাশিয়ার কথা বলছ। তাদের আলোচনার টেবিলে বসা উচিত। আমার মনে হয় পুতিন ফিরে আসতে পছন্দ করবেন।’
কানাডা এই বছর জি৭ জোটের সভাপতির দায়িত্ব পালন করছে। ট্রাম্পের এই মন্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পরিবারের কারণে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন না ম্রুণাল
২ / ১০‘মুঝসে কুছ কেহতি...ইয়ে খামোশিয়া’ দিয়ে ২০১২ সালে টিভিতে কাজ শুরু করেন। ২০১৮ সালে ‘লাভ সোনিয়া’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় অভিনেত্রীর। ম্রুণালের ইনস্টাগ্রাম থেকে