রাশিয়াকে পুনরায় জি৭ জোটে ফিরিয়ে আনতে চান ট্রাম্প
Published: 14th, February 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি রাশিয়াকে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি৭-এ ফিরিয়ে আনতে চান। মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি।
২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের আগ পর্যন্ত শিল্পোন্নত দেশগুলোর এই জোটের সদস্য ছিল রাশিয়া। তখন জোটটি জি৮ নামে পরিচিত ছিল। ক্রিমিয়া দখলের পর মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা হয়।
ট্রাম্প হোয়াইট হাউসে নতুন করে শুল্ক ঘোষণা করার সময় বলেন, ‘আমি তাদের (রাশিয়া) ফিরিয়ে আনতে চাই। আমার মনে হয় তাদের বাদ দেওয়া ভুল ছিল। দেখুন, বিষয়টি আসলে রাশিয়াকে পছন্দ করা বা না করার নয়। এটি ছিল জি৮।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি বলেছিলাম, 'তোমরা কী করছ? তোমরা সবাই কেবল রাশিয়ার কথা বলছ। তাদের আলোচনার টেবিলে বসা উচিত। আমার মনে হয় পুতিন ফিরে আসতে পছন্দ করবেন।’
কানাডা এই বছর জি৭ জোটের সভাপতির দায়িত্ব পালন করছে। ট্রাম্পের এই মন্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন
ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।