চ্যাম্পিয়নস ট্রফি: ৮ দলের মধ্যে অষ্টম হলেও পাবে সাড়ে ৩ কোটি
Published: 14th, February 2025 GMT
‘‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি’’ -চ্যাম্পিয়নস ট্রফি খেলেতে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এভাবে বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্তর লক্ষ্য পূরণ হলে ট্রফির সঙ্গে পুরস্কার হিসেবে পাবে ৩০ কোটি টাকার বেশি। আর কোনো ম্যাচ না জিতে ৮ দলের মধ্যে অষ্টম হলেও বাংলাদেশ পাবে সাড়ে ৩ কোটি টাকা। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৫) প্রাইজমানির অঙ্ক প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
তাতে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন দল পাবে ২৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ৩০ কোটি থেকে বেশি। রানার্স-আপ দল পাবে তার অর্ধেক তথা ১২ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যা ১৫ কোটি টাকার বেশি।
আরো পড়ুন:
সর্বনিম্ন রানের লজ্জায় ডুবে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া
কোহলিকে পেছনে ফেলে শীর্ষে বাবর
সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। বাংলাদেশি টাকায় যা প্রায় ৮ কোটি টাকা। ৮ দলের এই টুর্নামেন্টে ৫ম-৬ষ্ঠ হওয়া দলের জন্যও বড় অঙ্কের বরাদ্ধ রেখেছে আইসিসি।
টুর্নামেন্টের ৫ম-৬ষ্ঠ দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। বাংলাদেশি টাকায় যা ৫ প্রায় কোটি টাকা। শুধু তাই নয় সপ্তম-অষ্টম হওয়া দলও পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি টাকা।
পুরস্কারের বাইরেও অর্থ বরাদ্ধ রেখেছে আইসিসি। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার করে। বাংলাদেশি টাকায় যা দেড় কোটি টাকার বেশি।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১
খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।