বসন্ত ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় টাঙ্গাইলের ভূঞাপুরে একটি দোকান ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এছাড়া, বিভিন্ন রেস্টুরেন্টে ‘ভালোবাসা বিরোধী’ বিক্ষোভ করেছেন তারা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর থানা সংলগ্ন কলেজরোডে মামা গিফট কর্নারে ভাঙচুর চালানো হয়। এ সময় বিক্রির জন্য রাখা ফুল রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ করেছেন দোকানদার।

ফুলের দোকানদার আলম বলেন, ‘‘দীর্ঘদিন ধরে দোকানে ফুল বিক্রি করি। শুক্রবার বিকেলে কিছু লোকজন দোকানে ভাঙচুর চালান। এ সময় বিক্রির জন্য রাখা ফুল রাস্তায় ফেলে দেন তারা।’’

‘‘দোকানে ভাঙচুর ও ফুল ফেলে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তারা জানান, ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছি, সেটাই অপরাধ। এ সময় তারা ‘ভালবাসা দিবস চলবে না, চলবে না’ ‘প্রেমিক-প্রেমিকার গালে গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দেন।’’- যোগ করেন তিনি।

নিরিবিলি ফুড কর্নারের ম্যানেজার আসাদ খান বলেন, ‘‘গত বৃহস্পতিবার একদল লোক এসে ফাস্টফুড বন্ধ রাখার নির্দেশ দেন। সে সময় তারা ভালোবাসা বিরোধী বিক্ষোভ করে বিভিন্ন স্লোগানে দেন। ফলে, বাধ্য হয়ে শুক্রবার প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে।’’

এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ‘‘বিষয়টি জানা নেই। এছাড়া, ভাঙচুরের বিষয়ে কেউ অভিযোগ করেনি।’’

এদিকে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে শনিবার ভূঞাপুরে উদীচীর বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান বলেন, ‘‘ভালোবাসা দিবসে বিভিন্ন ঘটনার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে বসন্তবরণ অনুষ্ঠান করা হবে।’’

ঢাকা/কাওছার/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বসন ত

এছাড়াও পড়ুন:

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন,  ফায়ার সার্ভিসের কর্মীরা  সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।” 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা। 

ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ