ঘরে আসছে নতুন অতিথি, সুখবর দিলেন পরমব্রত-পিয়া
Published: 15th, February 2025 GMT
ভালোবাসা দিবসের পরদিন সকালে সুখবর দিলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। মা-বাবা হতে যাচ্ছেন তারা। পিয়া চক্রবর্তী নিজেই জানিয়ে দিলেন, তাদের ঘরে আসছে নতুন অতিথি। ভালোবাসা দিবসের পরের দিনই এমন একটি খবরে আনন্দে আত্মহারা অনুরাগীরা।
ভারতীয় গণমাধ্যমকে পিয়া জানিয়েছে, জুন মাসেই কোলে আসতে পারে তাঁদের সন্তান। হিসাব মতো পিয়া এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা।
বেশ কিছু ছবির কোলাজ করে অন্যরকমভাবেই খবরটি সমাজমাধ্যমে শেয়ার করেছেন পিয়া। তিনি লিখেছেন, ভালোবাসা দিবস উদযাপন খানিকটা দেরিতেই করছি। জেন বিটা আসছে জীবনে। কমেন্টে সে কথাও লিখেছেন পিয়া।
পিয়া বলেন, ‘আমি এবং পরম ভীষণ এক্সাইটেড। ভীষণ খুশি। খুব আনন্দ হচ্ছে। সেই সঙ্গে একটু চিন্তাও হচ্ছে। যাতে সব ভালো হয়। সব ঠিক থাকলে জুন মাসেই ভূমিষ্ঠ হবে সন্তান।’
২০২৩ সালের ২৭ নভেম্বর আইনি বিয়ে সারেন দু'জনে। পরমব্রত এবং পিয়ার সংসার যাপন প্রায় দেড় বছরের। আপাতত নতুন অতিথির অপেক্ষায় পরমব্রত-পিয়া।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন