ঢাকার পল্লবীতে দুজন গুলিবিদ্ধ
Published: 15th, February 2025 GMT
ঢাকার পল্লবী এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুজন বিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন জসিম উদ্দিন ও তাঁর ছোট বোন শাহিনূর বেগম। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি নজরুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে পল্লবী এলাকার একটি অপরাধী চক্র গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার পর জসিম উদ্দিন ও শাহিনূর বেগমকে গুলি করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
গুলিবিদ্ধ ব্যক্তিদের স্বজনের দাবি, পল্লবী এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী দলের একজনকে গ্রেপ্তারে সহযোগিতা করেছিলেন জসিম। এর জেরে অপরাধীরা তাঁকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত