চ্যাম্পিয়নস ট্রফির এক দিন আগে লকি ফার্গুসনকেও হারাল নিউজিল্যান্ড
Published: 18th, February 2025 GMT
এক দিন পরেই শুরু চ্যাম্পিয়নস ট্রফি। করাচিতে বুধবার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সেই ম্যাচের এক দিন আগে দুঃসংবাদ শুনল নিউজিল্যান্ড। ডান পায়ের চোটে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে পড়েছেন দলটির পেসার লকি ফার্গুসন। তাঁর পরিবর্তে নিউজিল্যান্ড দলে নিয়েছে আরেক পেসার কাইল জেমিসনকে।
নিউজিল্যান্ডের হয়ে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জেমিসন সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। তিন সংস্করণ মিলিয়ে ৩০ বছর বয়সী জেমিসন সর্বশেষ নিউজিল্যান্ডের জার্সি গাঁয়ে চড়িয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে টেস্টে।
ফার্গুসনকে হারিয়ে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বপ্ন বড় ধাক্কাই খেল। চোটের কারণে এ সপ্তাহেই আরেক পেসার বেন সিয়ার্সকে হারায় কিউইরা। সিয়ার্সের জায়গায় জ্যাকব ডাফিকে দলে নেয় নিউজিল্যান্ড।
না খেললেন পাকিস্তান ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড দলের সঙ্গে ছিলেন ফার্গুসন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে