টানা বাজে খেলার ফল হিসেবে ভারতের ক্রিকেটারদের জন্য নেমে এসেছে বিসিসিআইয়ের কড়া বিধিনিষেধ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর তাঁদের ১০টি শর্ত দিয়ে দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ন্যূনতম ৪৫ দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় কাটাতে পারবেন ভারতের খেলোয়াড়েরা।

আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফিতে কার্তিকের ‘ডার্ক হর্স’ বাংলাদেশ১ ঘণ্টা আগে

আগামীকাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি, যা শেষ হতে এক মাসের কম সময় লাগবে। ‘১০ দফা’র অন্যতম শর্ত হিসেবে পরিবার ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি খেলতে হবে রোহিত শর্মাদের, এমন তথ্য পিটিআইকে জানিয়েছিল বিসিসিআইয়ের একটি সূত্র। এমনকি একজন ক্রিকেটার এই নিয়ম শিথিল করার অনুরোধ করলেও তা রাখা হয়নি।
তবে এবার জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের তিন ম্যাচ ও সেমিফাইনাল–ফাইনালের একটিতে চাইলে পরিবারকে নিয়ে যেতে পারবেন ভারতের ক্রিকেটাররা। সবগুলো ম্যাচই তাঁদের খেলার কথা রয়েছে দুবাইতে।

ভারতের সংবাদমাধ্যম ‘জাগরণ’ জানিয়েছে, নিজেদের কড়া সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই। পত্রিকাটির দাবি বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে খেলোয়াড়েরা চাইলে এক ম্যাচের জন্য পরিবার সঙ্গে রাখতে পারবেন।

আরও পড়ুনকেন ১ কোটি ৩২ লাখ টাকার টিকিট বিক্রি করে দিলেন পিসিবি চেয়ারম্যান২ ঘণ্টা আগে

এর আগে অস্ট্রেলিয়া সিরিজের সময় এক ক্রিকেটার ২৭টি লাগেজ নিয়ে গেছেন বলে খবর ছড়ায়। তাঁর ব্যক্তিগত সহকারী ও পরিবারের সদস্যদের লাগেজ ছিল এর মধ্যে। এরপর বিসিসিআই নিয়ম করে দেয় কোনো ক্রিকেটার দেড় শ কেজির বেশি মালামাল নিলে বাড়তি অর্থ খরচ করতে হবে তাদেরই।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে একই গ্রুপে আছে পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। তিন দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নামবে তারা, ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারত।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ