বংশালে নামিদামি ব্র্যান্ডের নকল কসমেটিকস জব্দ
Published: 20th, February 2025 GMT
জনসন, ইমামি, সানসিল্ক, ডাভ, হেড অ্যান্ড শোল্ডারস, পেনটিনসহ বিভিন্ন নামিদামি কোম্পানির নকল কসমেটিকস জব্দ করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
গতকাল বুধবার রাজধানীর বংশাল এলাকায় বিএসটিআইর মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল কসমেটিকস জব্দ করা হয়। বিএসটিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযান শেষে বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পেয়ালাওয়ালা মসজিদসংলগ্ন ৫৮ বংশাল, ঢাকার তৃতীয় তলায় একটি নামবিহীন নকল কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানটি কোনো ধরনের মান নিয়ন্ত্রণ না করে নামিদামি ব্র্যান্ডের নকল কসমেটিকস উৎপাদন করে আসছিল। অভিযানে সানসিল্ক, ডাভ, পেনটিন, হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পু, প্যারাসুট বেলী ফুল, সেসা, নবরত্ন, ইমামী ৭ ইন ১ হেয়ার অয়েল, জনসন বেবি শ্যাম্পু, বেবি অয়েল, বেবি পাউডার, ভ্যাসলিন হেয়ার টনিকসহ দেশি-বিদেশি কসমেটিকস মজুত পাওয়া যায়। এসব পণ্যের খালি বোতল, লেবেল, প্রস্তুতকৃত মালপত্র এবং উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যালসহ নিম্নমানের কাঁচামাল পাওয়া যায়। অভিযানকালে প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি না পাওয়ায় এসব নকল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এসট আইর
এছাড়াও পড়ুন:
অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের দুটি নতুন ভেরিয়েন্ট বাজারে
অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনারের নতুন দুটি ভেরিয়েন্ট বাজারে এনেছে এসসি জনসন প্রাইভেট লিমিটেড। সম্প্রতি ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ওয়াইল্ড ল্যাভেন্ডার ও ফ্রেশ লেমন নামে নতুন দুটি ভেরিয়েন্টের বাজারজাত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার বাংলাদেশের এয়ার ফ্রেশনার শ্রেণিতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড। কোম্পানিটি ভোক্তাদের চাহিদা অনুযায়ী উচ্চমানের সুগন্ধ সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন ভেরিয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির প্রতিনিধিরা এসব ভেরিয়েন্টের বিশেষত্ব তুলে ধরেন। কোম্পানি জানিয়েছে, ওয়াইল্ড ল্যাভেন্ডার—ল্যাভেন্ডার, জেসমিন এবং ভ্যানিলা ফুলের মিশ্রণে তৈরি। আর ফ্রেশ লেমন—তাজা লেবু, গার্ডেনিয়া এবং মাস্ক ফুলের সুগন্ধে সমৃদ্ধ। দুই ভেরিয়েন্টই যেকোনো পরিবেশকে মুহূর্তেই সতেজ ও আনন্দময় করে তোলে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশে এসসি জনসনের অংশীদার এসিআই। অনুষ্ঠানে এসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা নতুন ভেরিয়েন্টগুলোর বাজার সম্ভাবনা নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা বলেন, ওয়াইল্ড ল্যাভেন্ডার এবং ফ্রেশ লেমনের পরিশীলিত ও আকর্ষণীয় সুগন্ধ ভোক্তাদের মন জয় করবে এবং দ্রুত বাজারে শক্ত অবস্থান তৈরি করবে।
অনুষ্ঠানে এসসি জনসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার শাফায়েত ইউসুফ ও বিপণন বিভাগের প্রধান সুকুমার সরকার, এসিআই লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান ব্যবসায় কর্মকর্তা কামরুল হাসান, বিক্রয় বিভাগের প্রধান মোহাম্মদ আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।