সেঞ্চুরি করে এসে হারের ব্যাখ্যা দেওয়ার চেয়ে বড় যন্ত্রণার আর কিছু আছে কি না, সেটা ক্রিকেটাররাই ভালো বলতে পারবেন। সেঞ্চুরির রাত হবে উপভোগের রাত। তা নয়, দুবাইয়ে আজ তাওহিদ হৃদয়কে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেও সংবাদ সম্মেলনে এসে জবাব দিতে হলো দলের ব্যাটিং–ব্যর্থতা নিয়ে করা প্রশ্নের।

ভারতের কাছে ম্যাচটা বাংলাদেশ ৬ উইকেটে হারলেও হৃদয়ের প্রথম সেঞ্চুরির আরেকটা বিশেষ মাহাত্ম্য আছে। তিনি সেঞ্চুরি করেছেন ম্যাচের মধ্যে পাওয়া চোটের সঙ্গে লড়াই করে। দল মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর তাঁর সেঞ্চুরি আর জাকের আলীর ৬৮ রানের সৌজন্যেই বাংলাদেশ শেষ পর্যন্ত করতে পেরেছে ২২৮ রান।

ম্যাচ শেষে হৃদয়ের আফসোস, তিনি যদি মাংসপেশির চোটে না পড়তেন এবং জাকেরও যদি শেষ পর্যন্ত খেলে আসতে পারতেন; ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। হৃদয় বলেছেন, ‘আমি আর জাকের চেষ্টা করেছি। জাকের যদি শেষ পর্যন্ত থাকতে পারত, রানটা ২৭০ হতো, তাহলে হয়তো ভিন্ন কিছু হতে পারত।’ পরে আরেক প্রশ্নে আফসোস করেছেন নিজের চোট নিয়ে, ‘আমার ক্র্যাম্পটাই (মাংসপেশির টান) সমস্যা করেছে। ওটা না হলে আরও ২০–৩০ রান বেশি করতে পারতাম।’

ফিফটি করার পর চারবার মাটিতে লুটিয়ে পড়েছেন হৃদয়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার

ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।

তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ