লোহাগাড়া উপজেলার পুটিবিলা পহর চান্দা হাছনা ভিটায় আওয়ামী লীগ নেতা নুরুল আলম অবৈধভাবে দখল করে আছেন দুই একর খাসজমি। সেখানে এখন নির্মাণ করছেন মার্কেট। এই জমির বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। 
এ ব্যাপারে গত ১৭ ফেব্রুয়ারি সোমবার জেলা প্রশাসক ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন শাহ আলম নামের স্থানীয় এক ব্যক্তি। অভিযোগে লামা সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলমকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে এই আওয়ামী লীগ নেতা অবৈধভাবে দুই একর সরকারি খাসজমি দখল করে আছেন এবং বর্তমানে পাকা মার্কেট নির্মাণ করছেন বলে উল্লেখ করা হয়েছে। 
সরেজমিন দেখা যায়, উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার পূর্বে হাছনাপাড়া স্টেশনে ডিসি সড়ক সংলগ্ন নূরল আলমের পাকা মার্কেট। ফার্মেসি, নাপিত, মুদি ও চায়ের দোকান রয়েছে সেখানে। রয়েছে চাষের জমিসহ বিশাল মৎস্য প্রকল্প। একটি দুই হাজার বর্গফুটের নির্মাণাধীন পাকা বাড়িও দেখা গেছে। খাসজমিতে ইট, বালু, কংক্রিট ও রড মজুত করা হয়েছে। ৭-৮ জন শ্রমিক টিনের দোকানগুলোর ভেতরে পাকা ঘর নির্মাণ করছেন। স্থানীয় লোকজন জানান, সরকারি খাসজমি জবরদখল করে স্থাপনা নির্মাণ করছেন আওয়ামী লীগ নেতা নুরুল আলম। 
অভিযুক্ত সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম বলেন, ‘আমি ৬০ শতক খাসজমি বন্দোবস্তি নিয়েছি। সেখানে পাকা মার্কেট ও ঘর নির্মাণ করছি।’ ৬০ শতকের বেশি দুই একর খাসজমি কেন দখলে আছেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাজার হাজার মানুষ খাসজমি দখলে আছে। এগুলো নিয়ে কেন কথা হয় না।’ 
স্থানীয়রা বলেন, নুরুল আলম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের আমলে তিনি খাসজমি দখল করেছেন। আওয়ামী সরকার পতনের পরও প্রকাশ্যে তিনি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। 
অভিযোগকারী শাহ আলম মোবাইল ফোনে বলেন, ‘পুটিবিলা পহর চান্দা মৌজার ৫নং সিটের ৪০১৬, ৪০২৮, ৪০১৪ বিএস দাগের দুই একর জমি অবৈধভাবে দখল করেছেন নুরল আলম। জনস্বার্থে ও সরকারি সম্পত্তি উদ্ধার করার জন্য জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছি। এখন অবৈধ দখল উচ্ছেদ করবে কিনা সেটা প্রশাসনের ব্যাপার।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো.

ইনামুল হাসান বলেন, ‘তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: দখল ন র ম ণ করছ ন ন র ল আলম দ ই একর সরক র আওয় ম উপজ ল

এছাড়াও পড়ুন:

জামায়াতের পর এবার সমাবেশে অংশ নিতে বিশেষ ট্রেন ভাড়া ছাত্রদলের

জামায়াতে ইসলামীর পর এবার বিশেষ ট্রেন ভাড়া করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ আগস্ট ছাত্র সমাবেশে অংশ নিতে প্রায় ১০ লাখ টাকার বিনিময়ে চট্টগ্রাম ছাত্রদল ২০ বগির এই বিশেষ ট্রেন ভাড়া করেছে।  

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট ছাত্র সমাবেশ করবে ছাত্রদল।

এই কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম নগর ছাত্রদলের পক্ষ থেকে ২০ বগির একটি বিশেষ ট্রেনের জন্য আবেদন করা হয়। ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিশেষ ট্রেন বরাদ্দ রেলওয়ে। আগামী রোববার সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে এই ট্রেন ছেড়ে যাবে। আর ঢাকায় পৌঁছাবে বেলা সোয়া ১টায়। এই ট্রেন সন্ধ্যা সাতটায় আবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে।

রেলওয়ে সূত্র জানায়, ২০ বগির ট্রেনটিতে ১ হাজার ১২৬টি আসন রয়েছে। বিশেষ ট্রেন পরিচালনার জন্য রেলওয়ের চট্টগ্রাম, ঢাকা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এই কারণে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।

চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন,  এই ট্রেনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় দেড় হাজার নেতা-কর্মী যাবেন। সবাই একসঙ্গে যেতে চাওয়ায় ট্রেন ভাড়া করেছেন। বাসে হলে তা সম্ভব ছিল না।

এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছিল জামায়াতে ইসলামী। সমাবেশে নেতা-কর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে দলটি। এই চার ট্রেন ভাড়া করতে দলটিকে গুনতে হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।

জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে রেলপথ মন্ত্রণালয় জানায়, বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।

সম্পর্কিত নিবন্ধ