লোহাগাড়ায় আ’লীগ নেতার দখলে ১০ কোটি টাকার খাসজমি
Published: 22nd, February 2025 GMT
লোহাগাড়া উপজেলার পুটিবিলা পহর চান্দা হাছনা ভিটায় আওয়ামী লীগ নেতা নুরুল আলম অবৈধভাবে দখল করে আছেন দুই একর খাসজমি। সেখানে এখন নির্মাণ করছেন মার্কেট। এই জমির বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
এ ব্যাপারে গত ১৭ ফেব্রুয়ারি সোমবার জেলা প্রশাসক ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন শাহ আলম নামের স্থানীয় এক ব্যক্তি। অভিযোগে লামা সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলমকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে এই আওয়ামী লীগ নেতা অবৈধভাবে দুই একর সরকারি খাসজমি দখল করে আছেন এবং বর্তমানে পাকা মার্কেট নির্মাণ করছেন বলে উল্লেখ করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার পূর্বে হাছনাপাড়া স্টেশনে ডিসি সড়ক সংলগ্ন নূরল আলমের পাকা মার্কেট। ফার্মেসি, নাপিত, মুদি ও চায়ের দোকান রয়েছে সেখানে। রয়েছে চাষের জমিসহ বিশাল মৎস্য প্রকল্প। একটি দুই হাজার বর্গফুটের নির্মাণাধীন পাকা বাড়িও দেখা গেছে। খাসজমিতে ইট, বালু, কংক্রিট ও রড মজুত করা হয়েছে। ৭-৮ জন শ্রমিক টিনের দোকানগুলোর ভেতরে পাকা ঘর নির্মাণ করছেন। স্থানীয় লোকজন জানান, সরকারি খাসজমি জবরদখল করে স্থাপনা নির্মাণ করছেন আওয়ামী লীগ নেতা নুরুল আলম।
অভিযুক্ত সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম বলেন, ‘আমি ৬০ শতক খাসজমি বন্দোবস্তি নিয়েছি। সেখানে পাকা মার্কেট ও ঘর নির্মাণ করছি।’ ৬০ শতকের বেশি দুই একর খাসজমি কেন দখলে আছেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাজার হাজার মানুষ খাসজমি দখলে আছে। এগুলো নিয়ে কেন কথা হয় না।’
স্থানীয়রা বলেন, নুরুল আলম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের আমলে তিনি খাসজমি দখল করেছেন। আওয়ামী সরকার পতনের পরও প্রকাশ্যে তিনি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
অভিযোগকারী শাহ আলম মোবাইল ফোনে বলেন, ‘পুটিবিলা পহর চান্দা মৌজার ৫নং সিটের ৪০১৬, ৪০২৮, ৪০১৪ বিএস দাগের দুই একর জমি অবৈধভাবে দখল করেছেন নুরল আলম। জনস্বার্থে ও সরকারি সম্পত্তি উদ্ধার করার জন্য জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছি। এখন অবৈধ দখল উচ্ছেদ করবে কিনা সেটা প্রশাসনের ব্যাপার।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: দখল ন র ম ণ করছ ন ন র ল আলম দ ই একর সরক র আওয় ম উপজ ল
এছাড়াও পড়ুন:
পৃথিবীর দিকে ধেয়ে আসা ভিনগ্রহের বস্তু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ইলন মাস্ক
গত জুলাই মাসে শনাক্ত হওয়া রহস্যময় ‘৩আই/অ্যাটলাস’ নামের আন্তনাক্ষত্রিক বস্তুর পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। আমাদের সৌরজগতের মধ্যে থাকা বস্তুটি এমন আচরণ করছে, যা বিজ্ঞানীরা আগে কখনো দেখেননি। কারও ধারণা এটি ধূমকেতু, আবার কারও মতে ভিনগ্রহ থেকে আসা মহাকাশযান। উৎস ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে না পারলেও বস্তুটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয় বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী অভি লোব অভিযোগ করেছেন, নাসা বস্তুটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে। বিশাল আকারের অতিদ্রুতগামী মহাজাগতিক বস্তুটি অস্বাভাবিক রাসায়নিক উপাদান নিঃসরণ করছে, যা বিজ্ঞানের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। অনেকের ধারণা, ৩আই/অ্যাটলাস কোনো কৃত্রিম উৎস থেকে তৈরি হতে পারে। এবার এই বিতর্কে নাম লিখিয়েছেন মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।
জনপ্রিয় মার্কিন পডকাস্ট দ্য জো রোগান এক্সপেরিয়েন্সে ইলন মাস্ক ৩আই/অ্যাটলাস নামের আন্তনাক্ষত্রিক বস্তু সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করেছেন। বস্তুটি কোনো ভিনগ্রহের মহাকাশযান হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ইলন মাস্ক বলেন, ‘আপনি যদি এটিকে সম্পূর্ণ নিকেল দিয়ে তৈরি করেন, তবে তা হবে একটি অত্যন্ত ভারী মহাকাশযান। এটি এমন একটি যান হতে পারে, যা একটি মহাদেশকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তার চেয়েও খারাপ কিছু ঘটাতে পারে। যদি আমি ভিনগ্রহের কোনো প্রমাণ সম্পর্কে জানতে পারি, তাহলে কথা দিচ্ছি আপনার অনুষ্ঠানে আসব। আর এখানেই তা প্রকাশ করব।’
অভি লোবের দাবি, আন্তনাক্ষত্রিক বস্তুটি পৃথিবীর ওপর নজরদারি করতে পাঠানো ভিনগ্রহের কোনো মহাকাশযান হতে পারে। অস্বাভাবিক লেজযুক্ত বস্তুটি প্রতি সেকেন্ডে চার গ্রাম নিকেল নিঃসরণ করছে; যদিও সেখানে কোনো লোহার উপস্থিতি নেই। ধূমকেতুর ক্ষেত্রে এমন আচরণ আগে দেখা যায়নি।
জো রোগান তাঁর আলোচনায় ধূমকেতুর রহস্যময় বৈশিষ্ট্যের ওপর জোর দেন। ধূমকেতুর গ্যাসের মেঘে নিকেলের উপস্থিতি উল্লেখ করেন। এই ধাতু পৃথিবীতে প্রধানত শিল্পক্ষেত্রে ব্যবহৃত সংকর ধাতুতে পাওয়া যায়। অন্যদিকে ইলন মাস্ক নিকেলের উপস্থিতির একটি পার্থিব ব্যাখ্যা দেন। তিনি বলেন, অনেক ধূমকেতু ও গ্রহাণু প্রাথমিকভাবে নিকেল দিয়ে তৈরি। পৃথিবীতে যেখানে নিকেলখনি দেখা যায়, সেখানে আসলে অতীতে নিকেলসমৃদ্ধ কোনো গ্রহাণু বা ধূমকেতু আঘাত করেছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া