৮ বছরের পরিচয়, অতঃপর অভিনেত্রীর বিয়ে
Published: 24th, February 2025 GMT
বিয়ে করলেন মডেল-অভিনেত্রী শাকিলা পারভীন। তার বরের নাম আরবিন খান সোহান। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শাকিলার বর বাংলাদেশ বিমানে চাকরি করেন।
গতকাল বাগদান সম্পন্ন করার পরিকল্পনা করেছিল দুই পরিবারের সদস্যরা। এ তথ্য জানিয়ে শাকিলা বলেন, “আমাদের ভালো লাগা ছিল, সেখান থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে। দুই পরিবারে সদস্যরা আমাদের সম্পর্কের বিষয়টি জানতেন। দুই পরিবারের লোক গতকাল কথা বলেন বিয়ের দিন–তারিখ নিয়ে। এনগেজমেন্টের কথা ছিল। পরে সন্ধ্যার দিকে আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়। কাউকেই জানাতে পারিনি। আমরা যেহেতু আগে থেকেই স্থির করেছিলাম বিয়ে করতে পারি, সেখানে হঠাৎ করে বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। পরে পরিবারের কথা চিন্তা করে বিয়েতে সম্মত হয়েছি।”
বরের সঙ্গে শাকিলা
আরো পড়ুন:
বিয়ের আসরে কাঁদলেন মেহজাবীন-রাজীব
রাজীবের সঙ্গে প্রেম-বিয়ের গল্প বললেন মেহজাবীন
আরবিনের সঙ্গে শাকিলের ৮ বছরের পরিচয়। কিন্তু তাদের সম্পর্ককে ‘প্রেমের’ মোড়কে ঢাকতে চান না অভিনেত্রী। তার ভাষায়, “আমাদের প্রেম ছিল না, ৮ বছরের পরিচয়, ভালো লাগা থেকেই বিয়ে করেছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই দুজন দুই পরিবারের সদস্যদের আগেই পছন্দের কথা জানিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে, আরবিন আমাকে বোঝে, সে আমার অভিনীত কাজগুলো পছন্দ করে, ভুল করলে সমালোচনা করে। পরে মনে হয়েছে, তাকে বিয়ে করা যায়। বিয়ের সিদ্ধান্ত পরিবার থেকেই হয়েছে।”
২০১৮ সালে মিউজিক ভিডিওতে মডেল হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন শাকিলা। পরের বছর টিভি নাটকে অভিনয় করেন। কিছুদিন আগে মোশাররফ করিমের সঙ্গে ‘সেম সেম বাট ডিফারেন্ট’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো— ‘বিয়ে বাড়ীর রং ঢং’, ‘আজ তামিমের বিয়ে’, ‘নানি বাড়ির স্মৃতি’ প্রভৃতি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক দ ই পর ব র পর ব র র আম দ র
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ব্যাবসায়ী ও সাধারণ বাসিন্দারা ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী জবরদখলকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন।
এসব সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীরা পুলিশের কাছে বারবার অভিযোগসহ ধরনা দিয়েও ব্যবসায়ীরা কোন প্রতিকার পাচ্ছে না। ফলে ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে সোনারগাঁ পরিবেশক সমিতি, ব্যবসায়ীবৃন্দ ও সোনারগাঁয়ের সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে সোনারগাঁয়ের চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ পরিবেশক সমিতির উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম রাজা বলেন, আমি দীর্ঘ ২০ বছর যাবত পরিবেশক সমিতির সভাপতি কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের ঘরে বসে আমাদের গোডাউনের তালা ভেঙ্গে ডাকাতি হয়, আমাদের কর্মীদের মারধর করে।
আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আর যদি কোন ছিনতাই হয়, আমাদের কর্মীদের উপর হামলা হয়। আমরা সকলে মিলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবো। আর কাউকে ক্ষমা করব না।
সোনারগাঁ থানা অফিসার্স ইনচার্জ মফিজুর রহমানের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, তিনি শুধু আমাদের আশ্বাস দিচ্ছেন কিন্তু কার্যত কোন পদক্ষেপ নিচ্ছেন না। গড়িমসি করে সময় পার করছেন।
পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ছিনতাইকারীদের হামলার ভয়ে আমরা ব্যবসা করতে পারছি না। তারা আমাদের কর্মীদের উপর চাপাতি, ছুরি, পিস্তল ইত্যাদি অস্ত্র দিয়ে হামলা করে। সবকিছু ছিনিয়ে নিয়ে যায়।
আমাদের আর কোন উপায় নাই, তাই আমরা এই মানববন্ধন করছি। সরকারের কাছে আবেদন জানাই আমাদের এই অবস্থা থেকে মুক্তি দেন। এরপর মানববন্ধনটি বিক্ষোভ মিছিল করে সোনারগাঁ থানায় স্মারকলিপি জমা দেয়ার মাধ্যমে শেষ হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ পরিবেশক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজুল হক প্রমুখসহ সোনারগাঁয়ের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।