বরগুনায় বেতাগীর গার্লস স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কথা কাটাকাটির জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলা চত্বরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। বেতাগী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান এতথ্য জানান। 

আহতরা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির, তার ছেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসানুল কবির শোয়েব ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল খানসহ অনেকে।

আরো পড়ুন:

কক্সবাজারে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১

টিসিবির কার্ড নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, সড়ক অবরোধ

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক বলেন, “সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসানুল কবির শোয়েব। পরে আমরা প্রতিরোধ গড়ে তুলি।” 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির বলেন, “আমার ছেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসানুল কবির শোয়েবকে কোনো কারণ ছাড়াই সাংস্কৃতিক অনুষ্ঠানে বকাবকি করা হয়। এরপর হঠাৎ করে তারা আমার ছেলেকে কুপিয়ে জখম করে। আমরা লোকজন নিয়ে গিয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।” 

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। এসময় অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছেন চিকিৎসক।” 

তিনি আরো বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ইমরান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ব এনপ আহত স ক ত ক অন ষ ঠ ন ব এনপ র স ঘর ষ উপজ ল

এছাড়াও পড়ুন:

কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা থেকে পড়ে দুজনের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় পাঁচজন শাপলা বিলে নৌকায় ঘুরতে গিয়েছিলেন। এ সময় পানিতে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় উপজেলার পাচুয়া বাউনপাড়া এলাকায় ওই বিলে এ ঘটনা ঘটে।

মৃত দুজনের মধ্যে একজন কিশোর, নাম মো. মাহিন (১৭)। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের নুর আলমের ছেলে। মৃত আরেকজনের নাম মো. বাইজিদ (২৫)। তাঁর বাড়িও একই গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচুয়া গ্রামে কয়েকটি বিলে প্রতিবছর শাপলা ফোটে। বর্তমানে সেখানে দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। আজ সকাল আটটার দিকে শ্রীপুর থেকে পাঁচজন মিলে ওই গ্রামের একটি বিলে ঘুরতে আসেন। তাঁরা ছোট একটি নৌকায় উঠেছিলেন। একপর্যায়ে নৌকায় ভারসাম্য হারিয়ে দুজন বিলের পানিতে পড়ে তলিয়ে যান। এ সময় সঙ্গে থাকা অন্যরা ও স্থানীয় কয়েকজন ওই দুজনকে খুঁজতে পানিতে নামেন। কিছুক্ষণের মধ্যে দুজনকেই উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে একজন মারা যান। আরেকজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসা. সামিয়া বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

পাঁচুয়া গ্রামের বাসিন্দা আক্তার হোসেন বলেন, চিৎকার–চেঁচামেচি শুনে তাঁরা বিলের কাছে এগিয়ে আসেন। পরে আশপাশের আরও লোকজনকে নিয়ে পানি থেকে ওই দুজনকে উদ্ধার করেন। তবে তাঁদের বাঁচানো যায়নি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা থেকে পড়ে দুজনের মৃত্যু