বরগুনায় বেতাগীর গার্লস স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কথা কাটাকাটির জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলা চত্বরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। বেতাগী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান এতথ্য জানান। 

আহতরা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির, তার ছেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসানুল কবির শোয়েব ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল খানসহ অনেকে।

আরো পড়ুন:

কক্সবাজারে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১

টিসিবির কার্ড নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, সড়ক অবরোধ

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক বলেন, “সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসানুল কবির শোয়েব। পরে আমরা প্রতিরোধ গড়ে তুলি।” 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির বলেন, “আমার ছেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসানুল কবির শোয়েবকে কোনো কারণ ছাড়াই সাংস্কৃতিক অনুষ্ঠানে বকাবকি করা হয়। এরপর হঠাৎ করে তারা আমার ছেলেকে কুপিয়ে জখম করে। আমরা লোকজন নিয়ে গিয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।” 

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। এসময় অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছেন চিকিৎসক।” 

তিনি আরো বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ইমরান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ব এনপ আহত স ক ত ক অন ষ ঠ ন ব এনপ র স ঘর ষ উপজ ল

এছাড়াও পড়ুন:

নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি

আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। 

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।

ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি

জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ