বরগুনায় বেতাগীর গার্লস স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কথা কাটাকাটির জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলা চত্বরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। বেতাগী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান এতথ্য জানান। 

আহতরা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির, তার ছেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসানুল কবির শোয়েব ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল খানসহ অনেকে।

আরো পড়ুন:

কক্সবাজারে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১

টিসিবির কার্ড নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, সড়ক অবরোধ

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক বলেন, “সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসানুল কবির শোয়েব। পরে আমরা প্রতিরোধ গড়ে তুলি।” 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির বলেন, “আমার ছেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসানুল কবির শোয়েবকে কোনো কারণ ছাড়াই সাংস্কৃতিক অনুষ্ঠানে বকাবকি করা হয়। এরপর হঠাৎ করে তারা আমার ছেলেকে কুপিয়ে জখম করে। আমরা লোকজন নিয়ে গিয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।” 

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। এসময় অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছেন চিকিৎসক।” 

তিনি আরো বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ইমরান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ব এনপ আহত স ক ত ক অন ষ ঠ ন ব এনপ র স ঘর ষ উপজ ল

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দেওয়ার জন্য থানা-পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আজ বুধবার বিকেলে কর্ণফুলী থানার পক্ষ থেকে মইজ্জ্যারটেক এলাকায় এই মাইকিং করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ধরনের একটি ছড়িয়ে পড়েছে।

১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে একটি কাগজ দেখে দেখে মাইকিং করছিলেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম, সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে, কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে, সেই ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়; তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি, কর্ণফুলী থানা।’

মাইকিংয়ের বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ প্রথম আলোকে বলেন, সরকারঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে ইঙ্গিত করা হয়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং
  • এক বন্ধুর স্ক্রিনশট আরেকজনকে পাঠাতে গিয়ে ভুলে সেই বন্ধুকেই পাঠিয়ে দিলে কী করবেন