ঢাকাস্থ সাতক্ষীরার কলারোয়া উপজেলা সমিতির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাজধানীর পান্থপথে অবস্থিত সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সমিতির পূর্ববর্তী কমিটি বাতিল ঘোষণা করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেদিন মো. আজগর আলী কাঞ্চনকে সমিতির আহ্বায়ক ও মো.

রফিকুল ইসলাম জয়তুকে সদস্য সচিব করা হয়।

বুধবার অনুষ্ঠিত বৈঠকে ৩০ জনকে সমিতির উপদেষ্টা করা হয়েছে। উপদেষ্টারা হলেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, মো. ইজ্জত  উল্লাহ, মো. আব্দুল জব্বার, ড. মো. আজম-ই-সাদত, আর এম ফরহাদ, আব্দুল হাকিম, এস এম গোলাম কবীর, ডা. মো. ইউনুস আলী, ড. মো. মনিরুজ্জামান, ড. মো. মিজানুর রহমান, মো. আবুল কালাম কায়কোবাদ, কাজী লতিফুর রহমান, খান মিজানুল ইসালাম সেলিম, আসাদুজ্জামান মিলন ও  কাজী আসাদ।

উপদেষ্টা পরিষদে আরও রয়েছেন, অধ্যাপক ড. দুলাল চন্দ্র গাইন, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, এ টি এম আবু আসাদ, আব্দুল আজিজ আল মামুন, মতিলাল ফকির, ডা. মো. শহিদুর রহমান, প্রকৌশলী আবু তাহের খান, শেখ রেজাউল করিম, মো. কেতাব আলী, মো. সাইফুল ইসলাম মুকুল, শামীমুজ্জামান খান বাবু, মো. আসাদুজ্জামান (আসাদ), মো. শাহিনুজ্জামান (শাহীন), মো. জিল্লুর রহমান ও অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

এ ছাড়া ১৫ ফেব্রুয়ারি গঠিত আংশিক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল এম আশরাফুজ্জামানকে (পলাশ)। তবে, বুধবার যুগ্ম আহ্বায়ক পদে আরও দুজনকে যুক্ত করা হয়েছে। তারা হলেন আবুল কালাম আজাদ ও দিদারুল আলম বাবু।

১৫ ফেব্রুয়ারির আংশিক আহ্বায়ক কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে নয়জনকে রাখা হয়েছিল। ২৭ ফেব্রুয়ারি আরও ৪২ জনকে যুক্ত করে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে ৫১ জনকে।

সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- ফারুক আল মামুন, সেলিমুল আজম,  মো. হাবিবুল্লাহ মাহমুদ মিঠু, মো. আলমগীর হোসেন বাবু, মো. জাহাঙ্গীর আলম, মো. ইন্তাজ আলী, মো. শওকত আলী, মো. আব্দুর রশিদ, আব্দুল্লাহ আল বাকি, মো. মিজানুর রহমান মব্বত, শেখ সাইফুল ইসলাম, মো. আলী হোসেন, শেখ এ টি এম নুরুল আমিন সোহাগ, তাসকিনুর ইসলাম, মো. জিয়ারুল ইসলাম ও  মো. কামাল হোসেন। মো. শফিকুল ইসলাম, মো. আনোয়ারুল ইসলাম, মো. শাজাহান হোসেন, মো. মনিরুজ্জামান, আরিফুজ্জামান মামুন, মো. সাইদুর রহমান, মো. আমিনুর রহমান শান্ত, নাদির হোসেন সবুজ, মো. আবু তারেক (কোষাধ্যক্ষের দায়িত্বে), মো. মোশারফ হোসেন, মো. সাইফুজ্জামান সাইফুল, ইলিয়াস হোসেন, মো. শহিদুজ্জামান রিপন, মো. আলমগীর হোসেন, রাজু আহমেদ, মো. নেহাল উদ্দীন, মো. তুষার রহমান ও মো. আলমগীর হোসেন।

কমিটিতে আরও রয়েছেন, আক্তার রহমান, মো. রুবায়েত হোসেন, গাজী হারুন, মো. আরিফুল ইসলাম, ডা. সৌদ বিন খায়রুল আলম, এস এম  সাইফুল ইসলাম শিমুল, আনিসুর রহমান মুন্না, মো. আলমগীর হোসেন, মাসুদ রায়হান পলাশ (দপ্তরের দায়িত্বে), নাজমুল হুদা, মো. আসিফ ইকবাল চয়ন, হাবিবুর রহমান, শেখ বিপ্লব হোসেন, মো. একরামুল ইসলাম, মো. মেহেদী হাসান সুমন, সজীব বিশ্বাস ও কাজল হোসেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: কম ট আলমগ র হ স ন ফ ল ইসল ম র রহম ন ক কম ট সদস য

এছাড়াও পড়ুন:

বন্দরে গভীর রাতে বুড়া-বুড়ির বাড়িতে হামলা  

বন্দরের জাঙ্গাল এলাকায় ইট ভাটার মাটি কাটতে না দেয়ায় নিরিহ নিরপরাধ বৃদ্ধ দম্পত্তির (বুড়া-বুড়ি) নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও বাড়ি ঘরে ব্যাপক হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। 

পুলিশের উপস্থিতিতে একটি ইট ভাটা মালিকের সন্ত্রাসী বাহিনী এই হামলা ও ভাংচুরের নেতৃত্ব দিয়েছে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। এরপর উল্টো তাদের ধরে নিয়ে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন। পরে জামিনে বের হয়ে ভুক্তভোগী এ ঘটনায় থানায় মামলা করতে পুলিশ মামলা না নেয়ায় আতংকে রয়েছেন তারা। 

জানা গেছে, বন্দরের জাঙ্গালের বাকদোবাড়িয়া এলাকায় অবস্থিত ৩টি ব্রিক ফিল্ডের মালিক মোঃ আলমগীর হোসেন। সে সাধারন মানুষের জমি জোর পূর্বক দখল করে মাটি কেটে ইট ভাটা পরিচালনা করে আসছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে বেশ কয়েকটি দেওয়ানী মামলা চলমান রয়েছে।

ভূক্ত ভোগী বন্দরের জাঙ্গাল এলাকায় বৃদ্ধা মহিলা মিনারা বেগম মিনু জানান, আমার জমি জমার বিভিন্ন ভূয়া কাগজপত্র সৃজন করে ইট ভাটার মালিক আলমগীর জোর পূর্বক দখল করে মাটি কাটার চেষ্টা চালায়।

আমি ও আমার পরিবার এতে জোরালো আপত্তি করি এবং আমার স্বামী তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে একাধিক দেওয়ানী মামলা দায়ের করেন। এতে ইট ভাটার মালিক আমাদের উপর ক্ষীপ্ত হয়ে আমাদের প্রানে মেরে ফেলার জন্য আলমগীর নানা ষড়যন্ত্রের ফাদ পাততে থাকে।

আর এ কাজে থানা পুলিশকে সে ম্যানেজ করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের জীবন শেষ করে দেয়ার অপচেষ্টা চালায়। গত ২০ এপ্রিল রবিবার রাত সাড়ে ১২টা থেকে গভীর রাত ৩টা পর্যন্ত বন্দর থানার দারোগা জলিল, শরীফ ও বন্দর কামতাল ফাড়ির দারোগা মনির সহ প্রায় ২৫ জন পুলিশ আমার বাড়ীর চারদিকে ঘেরাও করে রাখে। 

এসময় ব্রিক ফিল্ডের মালিক আলমগীরের প্রায় ২০/২৫ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দা, সাবল, বটি, খুন্তি, কুড়াল সহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে বাড়ীর গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ব্যাপক হামলা ভাংচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে বন্দর থানা পুলিশ বাড়ীর ভিতরে প্রবেশ করে আমাকে ও আমার বৃদ্ধ স্বামীকে জোর পূর্বক থানার পুলিশ ভ্যানে তুলতে চায়। 

বন্দর থানা পুলিশ কোন মামলা ছাড়াই বিনা ওয়ারেন্টে টানা হেচড়া করে আমাদেরকে থানায় নিয়া যাওয়ার চেষ্টা করে। এ সময় আমি মামলা ছাড়া বিনা ওয়ারেন্ট আমাদের কেন থানায় নিয়া যাবেন জানেত চাইলে আমাকে ও আমার স্বামী আঃ বাতেন (৬০) কে বেধম প্রহার করেন। আমি একজন বৃদ্ধা মহিলা হওয়া স্বত্তেও পুলিশ আমাকে উপর্যপুরি ৪টি বেত্রাঘাত করে। 

তখন আমি পুলিশের হাতে পায়ে ধরে কোন মতে পুলিশের হাত থেকে ছাড়া পেলেও গভীর রাত ৩টায় আমার স্বামী আঃ বাতেন (৬০)কে জোরপূর্বক বন্দর থানায় নিয়া যায়।

থানায় নিয়ে ব্রিক ফিল্ডের মালিক আলমগীরের ম্যানেজার মজিবরকে বাদী বানাইয়া আমাদের বিরুদ্ধে বন্দর থানায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১০/১৩/১৬ ধারায় একটি মিথ্যা মামলা নং-২৪৪২৫ দায়ের করেন। 

বন্দর থানার পুলিশ  আমার স্বামীকে ২০ এপ্রিল ৫ দিনের রিমান্ড আবেদন সহ নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করলে বিজ্ঞ আদালত শুনানী অন্তে রিমান্ডের আবেদন না-মঞ্জুর পূর্বক জামিন প্রদান করেন এবং পরবর্তীতে গত ২২ এপ্রিল আমি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করলে মহামান্য আদালত আমাকেও জামিন প্রদান করেন। 

বর্তমানে আমরা আদালত থেকে জামিন নেয়র পর এ ঘটনায় বন্দর থানায় মামলা করতে গেলে ব্রিক ফিল্ডের মালিক আলমগীরের দাপটের কারনে পুলিশ কোন মামলা নিচ্ছে না। 

এখন আমি আদালতে প্রতিকার চেয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহন করেছি। আমি এই ঘটনার সুুষ্ট তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে কথা বলতে বন্দর থানার ওসির মোবাইলে একাধিকবার ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি। 

সম্পর্কিত নিবন্ধ

  • বকেয়া রিকশা ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০
  • চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে কুকুর, মেয়রকে পরিচালকের চিঠি
  • এমপিওভুক্তির ৯১ ফাইল আটকে রেখেছেন ডিডি, দুদকের অভিযান
  • রাজশাহীতে মাউশির দপ্তরে দুদকের অভিযান
  • শেখ হাসিনা ফিরে এলে সাধারণ মানুষই উপযুক্ত ব্যবস্থা নেবে: মির্জা ফখরুল
  • শেখ হাসিনা ফিরে আসলে সাধারণ মানুষই ব্যবস্থা নেবে: মির্জা ফখরুল
  • রিকশা ভাড়ার ৫০ টাকা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
  • বন্দরে গভীর রাতে বুড়া-বুড়ির বাড়িতে হামলা