ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ইফতেখার হোসেন ইফতি। তার অনবদ্য ব্যাটিংয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে গুলশান ক্রিকেট ক্লাব।

আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে গুলশান। শুরুতেই চাপে পড়ে দলটি। ৬.

২ ওভারে মাত্র ৩৪ রানেই দুই ওপেনারকে হারায় তারা। গুলশানের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ১১ বলে ৪ রান করে ফিরেন, আর তিন নম্বরে নামা খালিদ হাসান করেন ৮ বলে ৮ রান। এমন বিপর্যয়ে দলকে টেনে তোলেন চতুর্থ ব্যাটার ইফতি। প্রথমে জাওয়াদ আবরারের সঙ্গে ৮৩ রানের মূল্যবান জুটি গড়েন তিনি। এরপর উইকেটরক্ষক ব্যাটার হাবিবুর শেখ মুন্নার সঙ্গে চতুর্থ উইকেটে ৯৪ রানের আরও একটি কার্যকর পার্টনারশিপ গড়েন।

দুর্দান্ত ব্যাটিংয়ে ১০৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ইফতি। শেষ পর্যন্ত ১১০ বলে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৮ রান করে ৪৯তম ওভারের প্রথম বলে আবু হায়দার রনির শিকার হন তিনি। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ নেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব, যা মোহামেডানের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য হতে পারে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ