বন্দরে বসুন্ধরা সিমেন্ট কোম্পনী এজিএম বিল্লাল হোসেনের পদত্যাগ ও খোরাকি ভাতা পূনর্বহালের দাবিতে কর্মবিরতি করেছে উক্ত প্রতিষ্ঠানের শতাধিক  গাড়ি চালকরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জস্থ বসুন্ধরা কারখানার সামনে এ কর্মবিরতি করে বিক্ষুব্ধ চালকরা।

কর্মবিরতি কালে বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, কারখানা প্রতিষ্ঠালগ্ন থেকে গাড়িচালকরা খোরাকি ভাতা হিসেবে সাড়ে ৩ হাজার টাকা করে  পেয়ে আসছিল। অথচ বসুন্ধরা কোম্পনীতে এজিএম হিসেবে বিল্লাল হোসেন যোগদানের পর থেকে উক্ত কোম্পানি চালকদের খোরাকি ভাতা বন্ধ করে দেয়।

খোরাকি ভাতা দেওয়া বন্ধ করে দেওয়ার কারনে গাড়ি চালক ও তার পরিবারের সদস্য পবিত্র মাহে রমজানের মধ্যে অনাহারের দিন কাটাচ্ছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বসুন্ধরা কোম্পনী উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে গাগি চালকরা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ চ লকর

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার

ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।

তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ