খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলি, গৃহবধূ নিহত
Published: 3rd, March 2025 GMT
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দুদুকছড়া হাতিমারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের বিবদমান দুই পক্ষ– পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় রূপসী চাকমা (৪৮) নামের এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ সোমবার সকালে এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত পানছড়ির উত্তর দুদুকছড়ার দুর্গম হাতিমারা এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও পিসিজেএসএসের মধ্যে থেমে থেমে গোলাগুলি হয়। এ সময় হাতিমারায় ঘরে অবস্থান করার সময় অতর্কিতে একটি গুলি রূপসী চাকমার পিঠে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পরই মারা যান। নিহত রূপসী চাকমা হেমন্ত চাকমার সহধর্মিণী।
এ দুই পক্ষের মধ্য গোলাগুলি চলাকালে উভয় গ্রুপের কোনো সদস্য হতাহত হয়েছে কিনা, তা এলাকাটি দুর্গম হওয়ায় জানা যায়নি।
পানছড়ি থানার ওসি মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: দ র গম
এছাড়াও পড়ুন:
ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি
ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।
বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।
বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।
অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক