ভারত ফেবারিট বলেই নির্ভার নিউজিল্যান্ড
Published: 9th, March 2025 GMT
ইব্রাহিমের ধারণা, দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের যে দলটা খেলবে, তারাও সবাই কোনো না কোনোভাবে ভারতীয়। খেলা হবে আসলে ভারতীয়দের মধ্যেই। ট্যাক্সিচালকের কথা শুনে তাঁর দিকে একবার না তাকিয়ে পারা গেল না। ইব্রাহিম হাসছেন এবং বলে যাচ্ছেন, ‘ক্রিকেটটা ভারতীয়দেরই খেলা। অন্য যত দেশ ক্রিকেট খেলে, খুঁজলে দেখবে তাদের পূর্বপুরুষদের কেউ না কেউ ভারতীয়। কিছু পাকিস্তানিও থাকতে পারে।’
অদ্ভুত এই চিন্তার সঙ্গে তাল না মেলানোই ভালো মনে হলো। দুবাইয়ে এত বেশি ভারতীয় যে এখানে ভিনদেশি অন্য যে কারও মনে হতে পারে দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া আর কোনো দেশ নেই। ইব্রাহিম যে বরং পকিস্তানকেও হিসাবের মধ্যে রাখছেন, এটাই বেশি।
তবে এশিয়ার অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর প্রতি তাঁর তাচ্ছিল্য গায়ে লাগার মতো। বিশেষ করে ক্রিকেটের দেশ হিসেবে বাংলাদেশের নাম না বলাটা একজন বাংলাদেশি হিসেবে মেনে নেওয়া কঠিন। এশিয়ায় বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো আরও কয়েকটি দেশও ক্রিকেট খেলে বলায় ইব্রাহিমের মন্তব্য, ‘নেপালও তো খেলে। ওগুলোকে গোনায় ধরে কে! আসলে ভারতই শেষ কথা।’
শেষে ভবিষ্যদ্বক্তা হিসেবে এটাও বললেন, আজ ফাইনালে ভারতই নাকি চ্যাম্পিয়ন হবে। ট্যাক্সি স্টেডিয়ামে পৌঁছে যাওয়ায় আলোচনাটা আর এগোয়নি। তাঁকে বলা হয়নি নিউজিল্যান্ড কিন্তু একবারই চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে এবং সেটা ভারতের বিপক্ষে ফাইনাল খেলে। আইসিসির টুর্নামেন্টে ভারতকে ফাইনালে পেলেই তারা হারিয়ে দেয়।
আরও পড়ুনআইসিসি টুর্নামেন্টে ‘রাজা’ ভারত, ‘রানি’ নিউজিল্যান্ড১৮ ঘণ্টা আগে২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতেছে। এখন পর্যন্ত ৬টি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলে নিউজিল্যান্ডের দুটি জয়ই ভারতকে হারিয়ে। কাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার তো তিনে তিনের কথাও বলে গেলেন, ‘আশা করি আমরা তৃতীয়বারের মতো সৌভাগ্যবান হব।’
ফাইনালের আগে হয়তো রণকৌশল ঠিক করছেন ভারত কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা এবং দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে