ইব্রাহিমের ধারণা, দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের যে দলটা খেলবে, তারাও সবাই কোনো না কোনোভাবে ভারতীয়। খেলা হবে আসলে ভারতীয়দের মধ্যেই। ট্যাক্সিচালকের কথা শুনে তাঁর দিকে একবার না তাকিয়ে পারা গেল না। ইব্রাহিম হাসছেন এবং বলে যাচ্ছেন, ‘ক্রিকেটটা ভারতীয়দেরই খেলা। অন্য যত দেশ ক্রিকেট খেলে, খুঁজলে দেখবে তাদের পূর্বপুরুষদের কেউ না কেউ ভারতীয়। কিছু পাকিস্তানিও থাকতে পারে।’

অদ্ভুত এই চিন্তার সঙ্গে তাল না মেলানোই ভালো মনে হলো। দুবাইয়ে এত বেশি ভারতীয় যে এখানে ভিনদেশি অন্য যে কারও মনে হতে পারে দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া আর কোনো দেশ নেই। ইব্রাহিম যে বরং পকিস্তানকেও হিসাবের মধ্যে রাখছেন, এটাই বেশি।

তবে এশিয়ার অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর প্রতি তাঁর তাচ্ছিল্য গায়ে লাগার মতো। বিশেষ করে ক্রিকেটের দেশ হিসেবে বাংলাদেশের নাম না বলাটা একজন বাংলাদেশি হিসেবে মেনে নেওয়া কঠিন। এশিয়ায় বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো আরও কয়েকটি দেশও ক্রিকেট খেলে বলায় ইব্রাহিমের মন্তব্য, ‘নেপালও তো খেলে। ওগুলোকে গোনায় ধরে কে! আসলে ভারতই শেষ কথা।’

শেষে ভবিষ্যদ্বক্তা হিসেবে এটাও বললেন, আজ ফাইনালে ভারতই নাকি চ্যাম্পিয়ন হবে। ট্যাক্সি স্টেডিয়ামে পৌঁছে যাওয়ায় আলোচনাটা আর এগোয়নি। তাঁকে বলা হয়নি নিউজিল্যান্ড কিন্তু একবারই চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে এবং সেটা ভারতের বিপক্ষে ফাইনাল খেলে। আইসিসির টুর্নামেন্টে ভারতকে ফাইনালে পেলেই তারা হারিয়ে দেয়।

আরও পড়ুনআইসিসি টুর্নামেন্টে ‘রাজা’ ভারত, ‘রানি’ নিউজিল্যান্ড১৮ ঘণ্টা আগে

২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতেছে। এখন পর্যন্ত ৬টি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলে নিউজিল্যান্ডের দুটি জয়ই ভারতকে হারিয়ে। কাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার তো তিনে তিনের কথাও বলে গেলেন, ‘আশা করি আমরা তৃতীয়বারের মতো সৌভাগ্যবান হব।’

ফাইনালের আগে হয়তো রণকৌশল ঠিক করছেন ভারত কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা এবং দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ