দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল, যেখানে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে শুরু হতে যাওয়া এ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাসবিষয়ক পরিষেবা অ্যাকুওয়েদার। দুপুরের পর থেকে তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সন্ধ্যা নাগাদ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। আকাশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা ১ শতাংশ।

আরও পড়ুনভারত ফেবারিট বলেই নির্ভার নিউজিল্যান্ড ২ ঘণ্টা আগে

অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, আকাশে সূর্য ও মেঘের উপস্থিতিতে উষ্ণ থাকবে দুবাইয়ের আবহাওয়া। কিন্তু আবহাওয়ার বিষয়ে নিশ্চয়তা দেওয়া কঠিন। তবু বৃষ্টির কারণে যদি খেলা পণ্ড হয়? চ্যাম্পিয়নস ট্রফিতে অতীতে এমন দেখা গেছে। ২০০২ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ভেসে গিয়েছিল বৃষ্টিতে। কলম্বোয় রিজার্ভ ডে–ও বৃষ্টিতে ভেসে যাওয়ায় স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

ফাইনালে ফলের জন্য দুই দলকেই অন্তত ২৫ ওভার করে ব্যাট করতে হবে। তবে এবারের ফাইনালেও রিজার্ভ ডে রেখেছে আইসিসি। ধরে নেওয়া যাক, ম্যাচ শুরুর পর বৃষ্টিতে খেলা আর এগিয়ে নেওয়া সম্ভব হলো না। তাহলে আজ বৃষ্টি নামার আগে খেলা যেখানে শেষ হবে, আগামীকাল সেখান থেকেই শুরু হবে। তবে আগামীকালও যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে ভারত ও নিউজিল্যান্ডকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

আরও পড়ুনদুই দিন পর মুশফিকের অবসরের খবর জানলেন ডোনাল্ড, এরপর যা বললেন…১০ ঘণ্টা আগে

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিয়ে আইসিসির প্লেয়িং কন্ডিশনে বলা হয়েছে, ‘নির্ধারিত দিনে খেলায় বিঘ্ন ঘটলে আম্পায়াররা অতিরিক্ত সময় কাজে লাগাবেন। প্রয়োজন হলে ওভার সংখ্যা কমিয়ে ম্যাচের দিন ফল বের করার চেষ্টা করবেন।’

প্লেয়িং কন্ডিশনে আরও বলা হয়েছে, ‘রিজার্ভ ডে নেই—এমনটা ভেবে নিয়েই মাঠ, আবহাওয়া ও আলো–সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য থাকবে আম্পায়ারদের। যেন নির্ধারিত দিনে যতটা সম্ভব, খেলা এগিয়ে নেওয়া যায়। ফলের জন্য প্রতিটি দলকেই অন্তত ২৫ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পেতে হবে। নির্ধারিত দিনে ফলের জন্য ন্যূনতম ওভার সংখ্যা (২৫ ওভার) বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি না করা যায়, তাহলে সেদিনের জন্য খেলা পরিত্যক্ত হবে। ম্যাচটি পুনরায় খেলতে কিংবা শেষ করতে রিজার্ভ ডেতে খেলা হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ