চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে কী হবে
Published: 9th, March 2025 GMT
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল, যেখানে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে শুরু হতে যাওয়া এ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাসবিষয়ক পরিষেবা অ্যাকুওয়েদার। দুপুরের পর থেকে তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সন্ধ্যা নাগাদ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। আকাশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা ১ শতাংশ।
আরও পড়ুনভারত ফেবারিট বলেই নির্ভার নিউজিল্যান্ড ২ ঘণ্টা আগেঅ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, আকাশে সূর্য ও মেঘের উপস্থিতিতে উষ্ণ থাকবে দুবাইয়ের আবহাওয়া। কিন্তু আবহাওয়ার বিষয়ে নিশ্চয়তা দেওয়া কঠিন। তবু বৃষ্টির কারণে যদি খেলা পণ্ড হয়? চ্যাম্পিয়নস ট্রফিতে অতীতে এমন দেখা গেছে। ২০০২ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ভেসে গিয়েছিল বৃষ্টিতে। কলম্বোয় রিজার্ভ ডে–ও বৃষ্টিতে ভেসে যাওয়ায় স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ফাইনালে ফলের জন্য দুই দলকেই অন্তত ২৫ ওভার করে ব্যাট করতে হবে। তবে এবারের ফাইনালেও রিজার্ভ ডে রেখেছে আইসিসি। ধরে নেওয়া যাক, ম্যাচ শুরুর পর বৃষ্টিতে খেলা আর এগিয়ে নেওয়া সম্ভব হলো না। তাহলে আজ বৃষ্টি নামার আগে খেলা যেখানে শেষ হবে, আগামীকাল সেখান থেকেই শুরু হবে। তবে আগামীকালও যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে ভারত ও নিউজিল্যান্ডকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
আরও পড়ুনদুই দিন পর মুশফিকের অবসরের খবর জানলেন ডোনাল্ড, এরপর যা বললেন…১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিয়ে আইসিসির প্লেয়িং কন্ডিশনে বলা হয়েছে, ‘নির্ধারিত দিনে খেলায় বিঘ্ন ঘটলে আম্পায়াররা অতিরিক্ত সময় কাজে লাগাবেন। প্রয়োজন হলে ওভার সংখ্যা কমিয়ে ম্যাচের দিন ফল বের করার চেষ্টা করবেন।’
প্লেয়িং কন্ডিশনে আরও বলা হয়েছে, ‘রিজার্ভ ডে নেই—এমনটা ভেবে নিয়েই মাঠ, আবহাওয়া ও আলো–সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য থাকবে আম্পায়ারদের। যেন নির্ধারিত দিনে যতটা সম্ভব, খেলা এগিয়ে নেওয়া যায়। ফলের জন্য প্রতিটি দলকেই অন্তত ২৫ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পেতে হবে। নির্ধারিত দিনে ফলের জন্য ন্যূনতম ওভার সংখ্যা (২৫ ওভার) বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি না করা যায়, তাহলে সেদিনের জন্য খেলা পরিত্যক্ত হবে। ম্যাচটি পুনরায় খেলতে কিংবা শেষ করতে রিজার্ভ ডেতে খেলা হবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১
খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।