বিরাট কোহলির ওয়ানডে ক্যারিয়ার স্রেফ অসাধারণ। ২৮৯ ইনিংসে ৫৮.১১ গড়ে ১৪১৮০ রান। সেঞ্চুরি ৫১টি। এই সংস্করণে তাঁর আধিপত্য এসব পরিসংখ্যানেই পরিষ্কার। তবে এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আজ যেমন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মাঠে নামবেন কোহলি। সেখানে বড় একটি ইনিংস খেলতে পারলে নিশ্চিতভাবে ওলট-পালট হবে রেকর্ড বই।

আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফির সেরা খেলোয়াড়ের দৌড়ে কোহলি–রবীন্দ্রর সঙ্গে আর কারা৩ ঘণ্টা আগে

আসলে কোহলি তাঁর ওয়ানডে ক্যারিয়ার যে পর্যায়ে নিয়ে গেছেন, মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ডের পাতায় তাঁর জায়গা হয়। ঠিক যেভাবে ফুটবলে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোও মাঠে নামলে প্রায় সময়ই কোনো না কোনো রেকর্ড হয়।

আইসিসি রিভিউয়ে ৫০ ওভারের ক্রিকেটে কোহলির আধিপত্য নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক অলরাউন্ডার, সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। ভারত জাতীয় দলের কোচ থাকতে কোহলিকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। শাস্ত্রীর মতে, ওয়ানডেতে বাকিদের চেয়ে কোহলি আলাদা কারণ তাঁর ‘শৃঙ্খলা ও ম্যাচের পরিস্থিতি সমন্ধে সচেতনতা।’

ফাইনালের আগে ভারতের অনুশীলনে কোহলি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ