বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত তারকা আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে আধিপত্য বিস্তার করে চলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে আসিফকে বরারবই দেখা গেছে নতুন শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে গান করতে। তার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়ে অনেক নারী শিল্পী পেয়েছেন যশ-খ্যাতি। 

এবার আসিফ আকবর জুটি বাঁধলেন নতুন শিল্পী জ্যোতির সঙ্গে। কুমিল্লার মেয়ে জ্যোতি ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। ‘তুমি শুধু তোমারই মতো’ শিরোনামের গানটি রচনা করেছেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন নাজির মাহমুদ। আর সংগীতায়োজন করেন মুশফিক লিটু।

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। এতে জ্যোতির সঙ্গে মডেল হয়েছেন তারেক জামান। ভিডিওতে আসিফ আকবরের উপস্থিতিও রয়েছে।

আরো পড়ুন:

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান

অভিষেকের অপেক্ষায় ডেবিড

নতুন সংগীতশিল্পী ও গান সম্পর্কে আসিফ আকবর বলেন, “জ্যোতি আমার কুমিল্লার মেয়ে। ওখান থেকেই জানাশোনা। অসম্ভব মেধাবী সে। একইসঙ্গে নাচ, গান ও অভিনয়ে পারদর্শী। ওর চমৎকার গায়কি আমাকে মুগ্ধ করে। আমার বিশ্বাস ও একদিন বাংলা সংগীতের আকাশে জ্বলজ্বলে তারা হবে।”

আসিফ আকবরের সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত জ্যোতি। তার ভাষায়, “নতুন হিসেবে বাংলা গানের যুবরাজের সঙ্গে এত চমৎকার গান করতে পারা আমার কাছে স্বপ্ন এবং সৌভাগ্যের। যার গান শুনে বেড়ে ওঠা, তার সঙ্গেই গান করা অন্তহীন আনন্দের। তবে এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই গুণীজন। আশা করছি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।”

রেট্রো মিউজিকের ব্যানারে নির্মিত গানটি মুক্তি পেয়েছে আসিফ আকবরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক

খুলনায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২২ বোতল বিশেষ ধরনের মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। 

রবিবার (২ নভেম্বর) কেএমপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেল প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন নুরনগর মেইন রোড সংলগ্ন জনৈক আকবর মুন্সির বাড়িতে অভিযান চালায়। 

এসময় ওই বাড়ির ভাড়াটিয়া মো. আবুল কালাম সরদারের (৩৫) ঘরের খাটের নিচ থেকে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আবুল কালাম সরদারকে আটক করা হয়। সে বরিশালের নলছিটি উপজেলার ভাঙ্গা দেওলা গ্রামের মৃত আমির আলী সরদারের পুত্র। 

কেএমপির মিডিয়া সেলের ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মেদ বলেন, “আটককৃত আবুল কালাম সরদার নগরীর নুরনগর মেইন রোড এলাকার মো. আকবর মুন্সির বাড়িতে ভাড়াটিয়া থেকে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকা/নুরুজ্জামান/এস

সম্পর্কিত নিবন্ধ

  • শেরপুরে কৃষককে বেঁধে নির্যাতনের অভিযোগ
  • খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক
  • সিদ্ধিরগঞ্জে বিজয় দিবস-৩৬ নাইট ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন