টাইব্রেকারে অ্যাতলেটিকোর হৃদয় ভেঙে কোয়ার্টারে রিয়াল
Published: 13th, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের বিদায় করতে ওয়ান্ডা মেট্রোপলিটানোয় দ্বিতীয় লেগে অসাধারণ কিছুই করতে হতো অ্যাতলেটিকো মাদ্রিদের। ম্যাচের প্রথম মিনিট পূর্ণ হবার আগেই রোজি ব্লাঙ্কোসরা গোল করে ওই আশা জাগায়।
অ্যাতলেটিকোর ইংলিশ মিডফিল্ডার কনর গ্লাঘার দলকে ১-০ গোলে এগিয়ে নেন। দুই লেগ মিলিয়ে ম্যাচ ২-২ সমতায় দাঁড়ায়। পরের ৯০ মিনিটে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি কোন দল। ম্যাচ অতিরিক্ত ৩০ মিনিটে গড়ালেও হয়নি গোল।
কোয়ার্টার ফাইনালে কে যাবে তা নির্ধারণ করতে তাই টাইব্রেকারে যায় ম্যাচ। সেখানে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকোকে ২-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।
টাইব্রেকারে অ্যাতলেটিকো দ্বিতীয় শটটি মিস করে। শট নিয়ে দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ বল ঠিকঠাক জালে পাঠান। কিন্তু শট নিতে গিয়ে পড়ে যান তিনি। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে নিশ্চিত করেন যে, শট নেওয়ার সময় বলে দু’বার স্পর্শ করেছেন আলভারেজ। পেনাল্টির নিয়মে বলে দু’বার স্পর্শ হলে শটটি বাতিল হবে।
রিয়াল মাদ্রিদ চতুর্থ শট মিস করলে অবশ্য অ্যাতলেটিকোর সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ আসে। লুকাস ভাসকেসের ওই শট ফেরান জ্লান অব্লাক। কিন্তু লরিয়েন্তে চতুর্থ শট নিয়ে মিস করেন। শেষ শটে রিয়ালের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার গোল করে উল্লাসে মাতান লস ব্লাঙ্কোসদের।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: আইটি অফিসারপদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।
প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর।
বেতন–ভাতাআলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা
পরিচালক,
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ১৩ নভেম্বর ২০২৫