এবার সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
Published: 13th, March 2025 GMT
মাগুরার শিশু আছিয়ার মৃত্যুর শোকে যখন পুরো দেশ ব্যথিত, তখন সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের খবর এলো।
নিপীড়নের শিকার মেয়েটিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান এসব তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামের এক স্কুলছাত্র গত রবিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনা স্থানীয়ভাবে আপসের চেষ্টা করে ব্যর্থ হয় ছেলেটির পরিবার। বুধবার (১২ মার্চ) সকালে বিষয়টি জানাজানির পর পুলিশের তদন্ত শুরু করে।
আরো পড়ুন:
স্কুলের মাঠে বসানো হচ্ছে মরিচের হাট
আলাদীনস পার্কে সংঘাতের বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে ওসি আসাদুজ্জামান বলেন, পুলিশের সহযোগিতায় নির্যাতিত ওই শিশু ছাত্রীকে বুধবার (১২ মার্চ) রাত ১টার দিকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরইমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটির খোঁজখবর নেওয়া হয়েছে।
ওসি আরো বলেন, হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্রী এখন ভালোর দিকে। তার বাবা থানায় এসেছেন।
এই ঘটনায় মেয়েটির বাবা মামলা করার পর সন্দেহভাজন ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা করছে। রাত ১২টায় এই খবর লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তারের তথ্য আসেনি রাইজিংবিডির হাতে।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা.
ঢাকা/আদিত্য/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স র জগঞ জ
এছাড়াও পড়ুন:
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন
হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।
ঢাকা/নঈমুদ্দীন/টিএই