শাহজাদপুরে শিশু ধর্ষণের চেষ্টা, মামাতো ভাই আটক
Published: 14th, March 2025 GMT
সিরাজগঞ্জের শাহজাদপুরে (৬) বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রতনকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে ওই কিশোরকে আটক করা হয়। ভুক্তভোগী ও অভিযুক্ত সর্ম্পকে মামাতো ফুফাতো ভাই বোন।
নির্যাতিত শিশুর মা জানান, দুই মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে তিনি ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। এ অবস্থায় গত সোমবার (১০ মার্চ) ১১ বছর বয়সী ভাতিজা আমার ৬ বছরের শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। ভাইয়ের পরিবার বিষয়টি আমাকে অবগত করেনি। অন্য মাধ্যমে জানতে পেরে ঢাকা থেকে বাড়িতে এসে শুক্রবার (১৪ মার্চ) সকালে মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় মামলা করব। আমি ন্যায় বিচার প্রত্যাশী।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আসলাম জানান, নির্যাতিত শিশুটি শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছে। বিষয়টি জানার পর ওই কিশোরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা.
ঢাকা/অদিত্য/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি