শাহজাদপুরে শিশু ধর্ষণের চেষ্টা, মামাতো ভাই আটক
Published: 14th, March 2025 GMT
সিরাজগঞ্জের শাহজাদপুরে (৬) বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রতনকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে ওই কিশোরকে আটক করা হয়। ভুক্তভোগী ও অভিযুক্ত সর্ম্পকে মামাতো ফুফাতো ভাই বোন।
নির্যাতিত শিশুর মা জানান, দুই মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে তিনি ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। এ অবস্থায় গত সোমবার (১০ মার্চ) ১১ বছর বয়সী ভাতিজা আমার ৬ বছরের শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। ভাইয়ের পরিবার বিষয়টি আমাকে অবগত করেনি। অন্য মাধ্যমে জানতে পেরে ঢাকা থেকে বাড়িতে এসে শুক্রবার (১৪ মার্চ) সকালে মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় মামলা করব। আমি ন্যায় বিচার প্রত্যাশী।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আসলাম জানান, নির্যাতিত শিশুটি শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছে। বিষয়টি জানার পর ওই কিশোরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা.
ঢাকা/অদিত্য/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।
১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।
ঢাকা/আহসান/রাজীব