রেকর্ডবুক থেকে যেদিন গাভাস্কারকে মুছে দিয়েছিলেন লক্ষ্মণ
Published: 14th, March 2025 GMT
২০০১, ইডেন গার্ডেন, কলকাতা। মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা প্রত্যাবর্তনের গল্পটা লেখা হয়েছিল ওই ম্যাচে। প্রথম ইনিংসে ২৭৪ রানে পিছিয়ে পড়া ভারত ফলো অন করতে নেমে চতুর্থ উইকেট হারিয়েছিল ২৩২ রানে। সেই ম্যাচও পরে ভিভিএস লক্ষন ও রাহুল দ্রাবিড়ের অবিশ্বাস্য এক জুটিতে অকল্পনীয়ভাবে জিতে গিয়েছিল ভারত। ১৪ মার্চ ২০০১ ছিল সেই বিখ্যাত টেস্টের চতুর্থ দিন। লক্ষণ ও দ্রাবিড় সারা দিন ব্যাট করে ম্যাচের রং পাল্টে দিয়েছিলেন এই দিনে। পরের দিন ২৮১ রানে আউট হওয়ার আগে দ্রাবিড়ের সঙ্গে লক্ষণ গড়েছিলেন ৩৭৬ রানের ঐতিহাসিক জুটি। সর্বকালের অন্যতম সেরা সেই টেস্টটা প্রথম আলো থেকে কাভার করেছিলেন উৎপল শুভ্র। ইডেন থেকে লেখা প্রথম আলোয় প্রকাশিত তাঁর সেদিনের প্রতিবেদন পাঠকদের ফিরিয়ে নিয়ে যাবে দুই যুগ আগে….
ভাঙিপুরাপ্পু ভেংকট সাই লক্ষ্মণ নামটি এখন আর খুব বড় মনে হচ্ছে না। বরং মনে হচ্ছে, এমনই তো হওয়া উচিত। টেস্ট ক্রিকেটে ভারতের ৬৭ বছরের ইতিহাস নতুন করে লেখা হলো যার ব্যাটে, তার জন্য এই নামটি এমন কী বড়? তা আরো বড় হলেও মানাত!
পুরোটাই তার নাম, তবে একটি শব্দে ডাকতে গেলে ‘লক্ষ্মণ’ই ডাকা উচিত। নামের সেটুকুই আসলে তার একমাত্র নিজস্ব, তার গ্রাম (ভাঙিপুরাপ্পু), বাবা (ভেংকট) আর আরাধ্য দেবতা (সাই)-র নাম যোগ হয়েছে এর আগে। এত দিন এগুলো নিয়ে এত গবেষণার প্রয়োজন পড়েনি, বুধবার থেকে পড়ছে। ভারতীয় ক্রিকেটের একটি অধ্যায় নিজের করে নিয়েছেন ভেংকট লক্ষ্মণ। এত দিন যে অধ্যায়ের নায়ক ছিলেন ভারতীয় ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি।
৩৭৬ রানের জুটি গড়ে একটু বিশ্রামউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে শিশু নিখোঁজ
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজিকান্দি খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুর নাম সুলায়মান (৩)। সে ওই এলাকার সুমন বেপারীর ছেলে। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটি নদীর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে, এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে শিশুটির খোঁজ মেলেনি।
আরো পড়ুন:
৩০ বছরের হিমায়িত ভ্রুণ থেকে জন্ম নিলো জীবিত শিশু
সেই আছিয়ার পরিবারকে গরু ও গোয়াল দিল জামায়াত
ঢাকা/বেলাল/রাজীব