ফেক আইডিতে গৃহবধূর নামে আপক্তিকর পোস্ট, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযোগে
Published: 15th, March 2025 GMT
বন্দরের দাশেরগাঁয়ের এক গৃহবধূর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ন ছবি ও পোস্ট ছড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে গৃহবধূর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গৃহবধূ রেখা আক্তার জানান, ব্রম্মণবাড়িয়া জেলার নবীনগর থানার জলিকান্দি গ্রামের আনোয়ার হক ইদ্রিসের ছেলে জানে আলম জনির সাথে পারিবারিক ভাবে বিয়ের পর ৭ বছর সংসার জীবন কাটে। আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। আমার প্রাক্তন স্বামী জনি পরকিয়ার লিপ্ত হয়ে পড়ার পর আমার সাথে তার বিক্ততা বাড়ে।
পরে আমি অনেক অত্যাচারের শিকার হয়ে অবশেষে গত বছরের ৪ জুন আমি জনিকে তালাক দেই। পরে আমি গত বছরের ২০ সেপ্টেম্বর আমি বন্দরের দাশেরগাঁও এলাকার সানজিদের সাথে বিয়ে হয়। আমার নতুন ভাবে বিয়ে হওয়ার পর আমার বর্তমান স্বামীর নামে ফেক ফেসবুক আইডি খুলে নানা কুৎসা ও প্রভাকান্ডা ছড়াচ্ছে।
শুধু তাই নয় রেখার প্রাক্তন স্বামী জনি রেখার বতর্মান স্বামী সানজিদের মোবাইল নাম্বার, রেখার মোবাইল নাম্বার ও রেখারা ভাইয়ের মোবাইল নাম্বার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিভিন্ন মানুষ সেই সকল ফোন নাম্বারে বিরক্ত করে।
এ ছাড়াও ফেক আইডি দিয়ে বিভিন্ন মানুষের ছবি দিয়ে আপক্তিকর পোস্ট দিয়ে বিভিন্ন পরিবারের মধ্যে বিশৃঙ্খলা তৈরী করেছে। রেখা আরও জানান, তিনি সাইবার নিরপত্তা আইনে মামলা করবেন।
এছাড়াও তিনি বলেন, বতর্মানে আমরা সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। ও নিরাপত্তাহীনতায় ভোগছি। তাই দ্রুত লম্পট জনির গ্রেফতার দাবি করছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ হবধ
এছাড়াও পড়ুন:
ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি
ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।
বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।
বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।
অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক