ফেক আইডিতে গৃহবধূর নামে আপক্তিকর পোস্ট, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযোগে
Published: 15th, March 2025 GMT
বন্দরের দাশেরগাঁয়ের এক গৃহবধূর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ন ছবি ও পোস্ট ছড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে গৃহবধূর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গৃহবধূ রেখা আক্তার জানান, ব্রম্মণবাড়িয়া জেলার নবীনগর থানার জলিকান্দি গ্রামের আনোয়ার হক ইদ্রিসের ছেলে জানে আলম জনির সাথে পারিবারিক ভাবে বিয়ের পর ৭ বছর সংসার জীবন কাটে। আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। আমার প্রাক্তন স্বামী জনি পরকিয়ার লিপ্ত হয়ে পড়ার পর আমার সাথে তার বিক্ততা বাড়ে।
পরে আমি অনেক অত্যাচারের শিকার হয়ে অবশেষে গত বছরের ৪ জুন আমি জনিকে তালাক দেই। পরে আমি গত বছরের ২০ সেপ্টেম্বর আমি বন্দরের দাশেরগাঁও এলাকার সানজিদের সাথে বিয়ে হয়। আমার নতুন ভাবে বিয়ে হওয়ার পর আমার বর্তমান স্বামীর নামে ফেক ফেসবুক আইডি খুলে নানা কুৎসা ও প্রভাকান্ডা ছড়াচ্ছে।
শুধু তাই নয় রেখার প্রাক্তন স্বামী জনি রেখার বতর্মান স্বামী সানজিদের মোবাইল নাম্বার, রেখার মোবাইল নাম্বার ও রেখারা ভাইয়ের মোবাইল নাম্বার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিভিন্ন মানুষ সেই সকল ফোন নাম্বারে বিরক্ত করে।
এ ছাড়াও ফেক আইডি দিয়ে বিভিন্ন মানুষের ছবি দিয়ে আপক্তিকর পোস্ট দিয়ে বিভিন্ন পরিবারের মধ্যে বিশৃঙ্খলা তৈরী করেছে। রেখা আরও জানান, তিনি সাইবার নিরপত্তা আইনে মামলা করবেন।
এছাড়াও তিনি বলেন, বতর্মানে আমরা সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। ও নিরাপত্তাহীনতায় ভোগছি। তাই দ্রুত লম্পট জনির গ্রেফতার দাবি করছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ হবধ
এছাড়াও পড়ুন:
পৃথিবীর দিকে ধেয়ে আসা ভিনগ্রহের বস্তু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ইলন মাস্ক
গত জুলাই মাসে শনাক্ত হওয়া রহস্যময় ‘৩আই/অ্যাটলাস’ নামের আন্তনাক্ষত্রিক বস্তুর পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। আমাদের সৌরজগতের মধ্যে থাকা বস্তুটি এমন আচরণ করছে, যা বিজ্ঞানীরা আগে কখনো দেখেননি। কারও ধারণা এটি ধূমকেতু, আবার কারও মতে ভিনগ্রহ থেকে আসা মহাকাশযান। উৎস ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে না পারলেও বস্তুটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয় বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী অভি লোব অভিযোগ করেছেন, নাসা বস্তুটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে। বিশাল আকারের অতিদ্রুতগামী মহাজাগতিক বস্তুটি অস্বাভাবিক রাসায়নিক উপাদান নিঃসরণ করছে, যা বিজ্ঞানের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। অনেকের ধারণা, ৩আই/অ্যাটলাস কোনো কৃত্রিম উৎস থেকে তৈরি হতে পারে। এবার এই বিতর্কে নাম লিখিয়েছেন মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।
জনপ্রিয় মার্কিন পডকাস্ট দ্য জো রোগান এক্সপেরিয়েন্সে ইলন মাস্ক ৩আই/অ্যাটলাস নামের আন্তনাক্ষত্রিক বস্তু সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করেছেন। বস্তুটি কোনো ভিনগ্রহের মহাকাশযান হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ইলন মাস্ক বলেন, ‘আপনি যদি এটিকে সম্পূর্ণ নিকেল দিয়ে তৈরি করেন, তবে তা হবে একটি অত্যন্ত ভারী মহাকাশযান। এটি এমন একটি যান হতে পারে, যা একটি মহাদেশকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তার চেয়েও খারাপ কিছু ঘটাতে পারে। যদি আমি ভিনগ্রহের কোনো প্রমাণ সম্পর্কে জানতে পারি, তাহলে কথা দিচ্ছি আপনার অনুষ্ঠানে আসব। আর এখানেই তা প্রকাশ করব।’
অভি লোবের দাবি, আন্তনাক্ষত্রিক বস্তুটি পৃথিবীর ওপর নজরদারি করতে পাঠানো ভিনগ্রহের কোনো মহাকাশযান হতে পারে। অস্বাভাবিক লেজযুক্ত বস্তুটি প্রতি সেকেন্ডে চার গ্রাম নিকেল নিঃসরণ করছে; যদিও সেখানে কোনো লোহার উপস্থিতি নেই। ধূমকেতুর ক্ষেত্রে এমন আচরণ আগে দেখা যায়নি।
জো রোগান তাঁর আলোচনায় ধূমকেতুর রহস্যময় বৈশিষ্ট্যের ওপর জোর দেন। ধূমকেতুর গ্যাসের মেঘে নিকেলের উপস্থিতি উল্লেখ করেন। এই ধাতু পৃথিবীতে প্রধানত শিল্পক্ষেত্রে ব্যবহৃত সংকর ধাতুতে পাওয়া যায়। অন্যদিকে ইলন মাস্ক নিকেলের উপস্থিতির একটি পার্থিব ব্যাখ্যা দেন। তিনি বলেন, অনেক ধূমকেতু ও গ্রহাণু প্রাথমিকভাবে নিকেল দিয়ে তৈরি। পৃথিবীতে যেখানে নিকেলখনি দেখা যায়, সেখানে আসলে অতীতে নিকেলসমৃদ্ধ কোনো গ্রহাণু বা ধূমকেতু আঘাত করেছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া